২০২০-র শুরু থেকেই নানা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বিশ্ব। একের পর এক নতুন বিষয়ে সামনাসামনি হয়েছে মানুষ। একের পর এক চ্যালেঞ্জ এসেছে। যা কোনও দিন দেখেনি কেউ, তারও সম্মুখীন হতে হয়েছে। যা হতে পারে বলে ভাবেনি কেউ, তাও হয়েছে। সাধারণ জীবনযাপনে পরিবর্তন এসেছে। হঠাৎ করে চাইলেই ঘর থেকে বেরোনো, বন্ধুদের সঙ্গে পার্টি বা প্রিয়জনের কাছে যাওয়া- সবেতেই পরিবর্তন এসেছে।
ইনফ্রারেড থার্মোমিটার - করোনা (Coronavirus) পরিস্থিতি মোকাবিলায় প্রায় সব জায়গায় সুরক্ষাবিধি মেনে চলা হচ্ছে। শপিং মল থেকে মেট্রো, ট্রেন থেকে বাড়ির পাশের দোকান- সব জায়গায়ই তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার আবশ্যক করা হয়েছে। এই তাপমাত্রা মাপার জন্যই তৈরি হয়েছে Infrared Thermometers। যা শারীরিক সংস্পর্শে না এসে দূর থেকে Infrared Ray-র মাধ্যমে শরীরে তাপমাত্রা নির্ণয় করতে সক্ষম হয়। এই থার্মোমিটারের ব্যবহার করোনাকালের আগে সে ভাবে কখনও দেখা যায়নি।
ফেস শিল্ড ও মাস্ক - করোনা পরিস্থিতি মোকাবিলায় যে সকল সুরক্ষাবিধি মেনে চলা কথা বলা হয়েছে, তার মধ্যে ফেস মাস্ক ও ফেস শিল্ড পরা বাধ্যতামূলক। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের ফেস শিল্ডের উপর জোর দেওয়া হয়েছে। ভাইরাস যাতে কম ছড়ায় এবং সংক্রমণ কম হয়, তার জন্যই ফেস শিল্ডের ব্যবহার। এই ফেস শিল্ডও আগে কখনও দেখা যায়নি। করোনা পরিস্থিতি মোকাবিলায়ই উঠে এসেছে এটি। আর মাস্ক আগে দূষণের জন্য, ধুলোর জন্য ব্যবহার হলেও সারা দিন তা পরে থাকাও এ বছরের নতুন বিষয়!
সারফেস ডিজইনফেক্ট - করোনা (Corona) কী না করিয়েছে আামাদের দিয়ে! রাস্তায় বসে আড্ডা দেওয়া, পার্কে বসে গল্প বা অফিসে যেখানে সেখানে এমনিই বসে যাওয়ার দিন শেষ করে দিয়েছে এই ভাইরাস। বাসে-ট্রামে বা মেট্রোয়- এখন প্রায় সব কিছুই ডিজইনফেক্ট করা হচ্ছে। বিশেষ করে ব্যবহার করা হচ্ছে Surface Disinfect। কোথাও বসার আগে বা হাত দেওয়ার আগে এখন প্রায় সবাই Surface Disinfectors ব্যবহার করেন। কী এই Surface Disinfectors, করোনা আসার আগে কারও তেমন জানা ছিল না। বা আগে কখনও এর ব্যবহার করেননি কেউ।
পিপিই কিট - চিনে যে সময় করোনা সংক্রমণ শুরু হয়, তখন টিভিতে দেখে অনেকেরই মনে হত এটা কী, হয়তো কোনও নতুন ধরনের জামা! ধীরে ধীরে মিডিয়ার প্রচারের পর জানা যায় এটির নাম PPE Kit। যা পরলে আংশিক ভাবে হলেও সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। ভারতে যখন করোনা প্রবেশ করে তখন এখানেও স্বাস্থ্য়কর্মীদের জন্য PPE Kit আনা শুরু হয়। এই জামাও আগে কখনও দেখেনি কেউ। ২০২০ ও প্যানডেমিক PPE Kit পরাও শিখিয়েছে মানুষকে। আর শুধু স্বাস্থ্যকর্মীরাই নয়, বর্তমানে সাধারণ মানুষও দূরে যাত্রা করলে PPE Kit পরছেন।
প্যাডেল অপারেটেড স্যানিটাইজার - করোনা শুরু হওয়ায় সবাই স্যানিটাইজার ব্যবহার শুরু করেন। তখন কারও মাথায় আসেনি বোতল থেকেও ছড়াতে পারে করোনা। পরে যখন সেই সম্ভাবনার কথা বিজ্ঞানীরা তুলে ধরেন, তখনই কনট্যাক্ট লেস স্যানিটাইজার ও Paddle operated sanitiser bottle আসে বাজারে। পা দিয়ে চাপলে উপরে বোতল থেকে স্যানিটাইজার বের হয়। এটিও আগে কখনও দেখেনি কেউ। সবই আবিষ্কার করতে হয়েছে এই ভাইরাসের দৌলতে এই ২০২০-তে!