Winter Tips: সুন্দর শীতের পোশাকে উঠছে রোঁয়া? এই ৪ টিপস জানলেই কেল্লাফতে! ফের নতুন হয়ে যাবে পুরনো সোয়েটার, মাফলার

Last Updated:
Pilling on Sweaters: খুব সহজ কয়েকটা হ‍্যাক মেনে চললেই রোঁয়া ওঠার সমস‍্যা থেকে মিলবে নিষ্পত্তি। বার বার ব‍্যবহার করার পর বা ধোয়ার পরও একেবারে নতুনের মতো থাকবে পছন্দের সোয়েটার, মাফলার বা প্রিয় শাল।
1/9
সুন্দর সোয়েটারে ক'দিন পর থেকেই উঠতে শুরু করে রোঁয়া। ব‍্যাস দফারফা পছন্দের সোয়েটারের। চটজলদি হারিয়ে যায় সৌন্দর্য। সোয়েটার হোক বা মাফলার, উলের পোশাকে এই সমস‍্যা চিরকালীন।
সুন্দর সোয়েটারে ক'দিন পর থেকেই উঠতে শুরু করে রোঁয়া। ব‍্যাস দফারফা পছন্দের সোয়েটারের। চটজলদি হারিয়ে যায় সৌন্দর্য। সোয়েটার হোক বা মাফলার, উলের পোশাকে এই সমস‍্যা চিরকালীন।
advertisement
2/9
তবে চিন্তার কিছু নেই। খুব সহজ কয়েকটা হ‍্যাক মেনে চললেই এই সমস‍্যা থেকে মিলবে নিষ্পত্তি। বার বার ব‍্যবহার করার পর বা ধোয়ার পরও একেবারে নতুনের মতো থাকবে পছন্দের সোয়েটার, মাফলার বা প্রিয় শাল।
তবে চিন্তার কিছু নেই। খুব সহজ কয়েকটা হ‍্যাক মেনে চললেই এই সমস‍্যা থেকে মিলবে নিষ্পত্তি। বার বার ব‍্যবহার করার পর বা ধোয়ার পরও একেবারে নতুনের মতো থাকবে পছন্দের সোয়েটার, মাফলার বা প্রিয় শাল।
advertisement
3/9
বাড়িতে যদি লিন্ট রোলার থাকে তাহলে হাতের কাছেই রয়েছে মুশকিল আসান। চুল ওঠা সোয়েটার বা চাদরের উপর দিয়ে লিন্ট রোলার চালিয়ে দিল রোলারের গায়ে উঠে আসবে সমস্ত রোঁয়া।
বাড়িতে যদি লিন্ট রোলার থাকে তাহলে হাতের কাছেই রয়েছে মুশকিল আসান। চুল ওঠা সোয়েটার বা চাদরের উপর দিয়ে লিন্ট রোলার চালিয়ে দিল রোলারের গায়ে উঠে আসবে সমস্ত রোঁয়া।
advertisement
4/9
তবে, অনেকের বাড়িতেই লিন্ট রোলার নেই। না থাকলেও চিন্তা নেই। আরও অনেক সহজ উপায় রয়েছে শীতের পোশাকের গা থেকে অবাঞ্চিত চুল তুলে ফেলার।
তবে, অনেকের বাড়িতেই লিন্ট রোলার নেই। না থাকলেও চিন্তা নেই। আরও অনেক সহজ উপায় রয়েছে শীতের পোশাকের গা থেকে অবাঞ্চিত চুল তুলে ফেলার।
advertisement
5/9
বেশির ভাগ বাড়িতেই বর্তমানে রয়েছে সেলোটেপ। উলের কাপড় থেকে রোঁয়া ওঠাতে সেলোটেপও সিদ্ধহস্ত। এর জন‍্য বেশি খাটাখাটনিরও প্রয়োজন নেই।
বেশির ভাগ বাড়িতেই বর্তমানে রয়েছে সেলোটেপ। উলের কাপড় থেকে রোঁয়া ওঠাতে সেলোটেপও সিদ্ধহস্ত। এর জন‍্য বেশি খাটাখাটনিরও প্রয়োজন নেই।
advertisement
6/9
সোয়েটার, মাফলার বা যে কোনও পোশাকের যেখান থেকে উঠে আসছে রোঁয়া সেখানে আটকে দিন সেলোটেপ। ব‍্যাস তারপর টেপ তুলে ফেললেই তার সঙ্গে উঠে আসবে সমস্ত চুল।
সোয়েটার, মাফলার বা যে কোনও পোশাকের যেখান থেকে উঠে আসছে রোঁয়া সেখানে আটকে দিন সেলোটেপ। ব‍্যাস তারপর টেপ তুলে ফেললেই তার সঙ্গে উঠে আসবে সমস্ত চুল।
advertisement
7/9
সোয়েটার বা উলের কাপড় থেকে রোঁয়া অপসারণ করতে হাতের কাছে থাকা আর একটি অত‍্যন্ত উপযোগী জিনিস হল শেভিং ব্লেড। পুরনো শেভিং রেজার ফেলে না দিয়ে এই কাজে ব‍্যবহার করতে পারেন।
সোয়েটার বা উলের কাপড় থেকে রোঁয়া অপসারণ করতে হাতের কাছে থাকা আর একটি অত‍্যন্ত উপযোগী জিনিস হল শেভিং ব্লেড। পুরনো শেভিং রেজার ফেলে না দিয়ে এই কাজে ব‍্যবহার করতে পারেন।
advertisement
8/9
তবে শেভিং রেজারের ব্লেড ধারালো হয়। তাই চালানোর সময়ে খেয়াল রাখতে হবে। সাবধানে ব্লেড চালাতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে পোশাক।
তবে শেভিং রেজারের ব্লেড ধারালো হয়। তাই চালানোর সময়ে খেয়াল রাখতে হবে। সাবধানে ব্লেড চালাতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে পোশাক।
advertisement
9/9
কাচাকুচির সময়ও খেয়াল রাখতে হবে উলের জামাকাপড়ের। ওয়াশিং মেশিনে ধোয়াই শ্রেয়। ধোয়ার সময় মেশিনে কয়েকটি লন্ড্রি ব্যাগ ফেলে দিন। এতে উলের পোশাক বেশি ভাল থাকবে।
কাচাকুচির সময়ও খেয়াল রাখতে হবে উলের জামাকাপড়ের। ওয়াশিং মেশিনে ধোয়াই শ্রেয়। ধোয়ার সময় মেশিনে কয়েকটি লন্ড্রি ব্যাগ ফেলে দিন। এতে উলের পোশাক বেশি ভাল থাকবে।
advertisement
advertisement
advertisement