Winter Moisturizer Tips: শীতে ত্বকে গড়াবে মধু! নরম তুলতুলে গালে মোমও পিছলে যাবে, ময়েশ্চারাইজার বাছতে হবে 'এই' উপায়ে

Last Updated:
ত্বকের যত্ন না নিলে অচিরেই ত্বক জ্বেল্লা হারায়। বছরভর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত ত্বকের যত্ন নিতে। তবে কোন ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার উপযুক্ত সেটা বুঝে নিতে হবে আগে। বছরভর ত্বকের রূপচর্চায় ব্যবহার করেন ময়েশ্চারাইজার! তবে এই কথা না জানলেই বিফলে যাবে সব
1/8
ত্বকের যত্ন না নিলে অচিরেই ত্বক নিজের জ্বেল্লা হারিয়ে ফেলে। তাই ত্বকের যত্ন নিতে ময়েশ্চারাইজার ব্যবহার করা অনেকটাই প্রয়োজন দৈনন্দিন জীবনে।
ত্বকের যত্ন না নিলে অচিরেই ত্বক নিজের জ্বেল্লা হারিয়ে ফেলে। তাই ত্বকের যত্ন নিতে ময়েশ্চারাইজার ব্যবহার করা অনেকটাই প্রয়োজন দৈনন্দিন জীবনে।
advertisement
2/8
ত্বক আর্দ্র রাখতে অনেকটাই সাহায্য করে ময়েশ্চারাইজার। তাই বছরভর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত ত্বকের যত্ন নিতে। তবে, শীতের মরসুমে এর প্রয়োজন হয় বেশি।
ত্বক আর্দ্র রাখতে অনেকটাই সাহায্য করে ময়েশ্চারাইজার। তাই বছরভর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত ত্বকের যত্ন নিতে। তবে, শীতের মরসুমে এর প্রয়োজন হয় বেশি।
advertisement
3/8
রূপচর্চা অভিজ্ঞ সোমা দাস জানান, মেকআপ করা বা সানস্ক্রিন মাখা। সবের আগেই ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। তবে কোন ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার উপযুক্ত সেটা বুঝে নিতে হবে আগে।
রূপচর্চা অভিজ্ঞ সোমা দাস জানান, মেকআপ করা বা সানস্ক্রিন মাখা। সবের আগেই ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। তবে কোন ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার উপযুক্ত সেটা বুঝে নিতে হবে আগে।
advertisement
4/8
ময়েশ্চারাইজার বেছে নেওয়ার আগে নিজের ত্বকের ধরন জেনে নেওয়া উচিত। তবেই মরসুম অনুযায়ী ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নেওয়া যায়।
ময়েশ্চারাইজার বেছে নেওয়ার আগে নিজের ত্বকের ধরন জেনে নেওয়া উচিত। তবেই মরসুম অনুযায়ী ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নেওয়া যায়।
advertisement
5/8
ত্বক ওপর থেকে তেলতেলে হলেও, ত্বকের নীচের অংশে আর্দ্রতার অভাব হয়। এই ধরনের ত্বকের জন্য লোশন বা হাইড্রেটিং জেল ভাল। তবে তাতে ভিটামিন-C, সেরামাইড থাকলে ভাল হয়।
ত্বক ওপর থেকে তেলতেলে হলেও, ত্বকের নীচের অংশে আর্দ্রতার অভাব হয়। এই ধরনের ত্বকের জন্য লোশন বা হাইড্রেটিং জেল ভাল। তবে তাতে ভিটামিন-C, সেরামাইড থাকলে ভাল হয়।
advertisement
6/8
শুষ্ক ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ভাল। তবে তাতে যদি ভিটামিন-C2, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড জাতীয় উপাদান থাকে তবে ভাল।
শুষ্ক ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ভাল। তবে তাতে যদি ভিটামিন-C2, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড জাতীয় উপাদান থাকে তবে ভাল।
advertisement
7/8
কিছু ক্ষেত্রে নাক এবং কপালের অংশ তৈলাক্ত হয় এবং বাকি মুখ থাকে শুষ্ক। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এমন ময়েশ্চারাইজার বেছে নেওয়া বেশি ভাল।
কিছু ক্ষেত্রে নাক এবং কপালের অংশ তৈলাক্ত হয় এবং বাকি মুখ থাকে শুষ্ক। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এমন ময়েশ্চারাইজার বেছে নেওয়া বেশি ভাল।
advertisement
8/8
অনেকের ত্বক আবার অনেকটাই স্পর্শকাতর ধরনের হয়ে থাকে। এই ধরনের ত্বকের জন্য অ্যালোভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজার বেশি কার্যকর হয়।
অনেকের ত্বক আবার অনেকটাই স্পর্শকাতর ধরনের হয়ে থাকে। এই ধরনের ত্বকের জন্য অ্যালোভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজার বেশি কার্যকর হয়।
advertisement
advertisement
advertisement