Skin Care: শীতে এই ৫ পদ্ধতিতে ত্বকে ব্যবহার করুন মধু, কোনটি কীভাবে ব্যবহারে কেমন ফল? জানুন

Last Updated:
Winter Skin Care Routine: শীতে ত্বক হয়ে পড়েছে রুক্ষ-শুষ্ক? ত্বকের প্রাণ ফেরাতে বাজিমাত করবে মধু। মধু সরাসরি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে হাইড্রেট করে এবং শুষ্কতা কমায়।
1/6
*ফেস মাস্ক হিসেবে: মধু সরাসরি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে হাইড্রেট করে এবং শুষ্কতা কমায়। মধু ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ত্বক সুস্থ রাখে।
*ফেস মাস্ক হিসেবে: মধু সরাসরি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে হাইড্রেট করে এবং শুষ্কতা কমায়। মধু ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ত্বক সুস্থ রাখে।
advertisement
2/6
*চিকিৎসক পরিমল পাল জানান, ময়েশ্চারাইজার ও বডি লোশন হিসেবে মধুর সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক হবে ময়েশ্চারাইজড, নরম।
*চিকিৎসক পরিমল পাল জানান, ময়েশ্চারাইজার ও বডি লোশন হিসেবে মধুর সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক হবে ময়েশ্চারাইজড, নরম।
advertisement
3/6
*স্ক্রাব হিসেবে: মধুর সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে হালকাভাবে ঘষলে ত্বকের ডেড সেল দূর হয় এবং ত্বক মসৃণ হয়। ঠোঁটের যত্ন নিতেও মধুর জুড়ি নেই। লিপ স্ক্রাবার কিংবা লিপ মাস্ক হিসেবেও মধু দারুণ কার্যকরী।
*স্ক্রাব হিসেবে: মধুর সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে হালকাভাবে ঘষলে ত্বকের ডেড সেলস দূর হয় এবং ত্বক মসৃণ হয়। ঠোঁটের যত্ন নিতেও মধুর জুড়ি নেই। লিপ স্ক্রাবার কিংবা লিপ মাস্ক হিসেবেও মধু দারুণ কার্যকরী।
advertisement
4/6
*অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে: মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে ত্বক ঠান্ডা ও ময়েশ্চারাইজ থাকে। মধুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ক্ষতি প্রতিরোধ করে।
*অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে: মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে ত্বক ঠান্ডা ও ময়েশ্চারাইজ থাকে। মধুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ক্ষতি প্রতিরোধ করে।
advertisement
5/6
*দুধ,কেশরের সঙ্গে মিশিয়ে: কাঁচা দুধ, কেশরের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল ও নরম হয়। শীতে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়, সেক্ষেত্রে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই টোটকা।
*দুধ,কেশরের সঙ্গে মিশিয়ে: কাঁচা দুধ, কেশরের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল ও নরম হয়। শীতে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়, সেক্ষেত্রে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই টোটকা।
advertisement
6/6
*নাইট ক্রিম হিসেবে: নির্জীব ত্বক হলে রাতে ঘুমোনোর আগে পছন্দের নাইট সিরামের সঙ্গে দু-ফোটা মধু মিশিয়ে মাখলে রাতেও ত্বকের যত্ন নেবে মধু।
*নাইট ক্রিম হিসেবে: নির্জীব ত্বক হলে রাতে ঘুমোনোর আগে পছন্দের নাইট সিরামের সঙ্গে দু-ফোটা মধু মিশিয়ে মাখলে রাতেও ত্বকের যত্ন নেবে মধু।
advertisement
advertisement
advertisement