Winter Face Musk: দূর হবে রুক্ষ ভাব, ত্বক থাকবে নরম তুলতুলে! মুখে লাগান এইসব ফেস মাস্ক

Last Updated:
তবে ত্বকের সুরক্ষায়া বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক। যা ময়শ্চারাইজেররও কাজ করবে।
1/8
বাতাসে ইতিমধ‍্যেই শীতের আমোজ। শীতের মিঠে রোদে বসে কমলালেবু খাওয়ার বিশেষ মজা এই শীতকালে। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আবার একগাদা টাকা দিয়ে কেনা ময়শ্চারাইজার অনেক সময় ত্বকের সমস‍্যা আরও বাড়ায়।
বাতাসে ইতিমধ‍্যেই শীতের আমোজ। শীতের মিঠে রোদে বসে কমলালেবু খাওয়ার বিশেষ মজা এই শীতকালে। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আবার একগাদা টাকা দিয়ে কেনা ময়শ্চারাইজার অনেক সময় ত্বকের সমস‍্যা আরও বাড়ায়।
advertisement
2/8
তবে ত্বকের সুরক্ষায়া বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক। যা ময়শ্চারাইজেররও কাজ করবে। কারণ গ্রীষ্ম আর শীতে ত্বকের বেশ ফারাক থাকে। গ্রীষ্মের মতো একই ধরণের ফেস মাস্ক শীতে ব‍্যবহার করলে ত্বকের আখেরে ক্ষতি হতে পারে। তাই এখন থেকেই সতর্ক হন। শীতে কোন ধরনের ফেস মাস্ক ব‍্যবহার তার একটি তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে।
তবে ত্বকের সুরক্ষায়া বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক। যা ময়শ্চারাইজেররও কাজ করবে। কারণ গ্রীষ্ম আর শীতে ত্বকের বেশ ফারাক থাকে। গ্রীষ্মের মতো একই ধরণের ফেস মাস্ক শীতে ব‍্যবহার করলে ত্বকের আখেরে ক্ষতি হতে পারে। তাই এখন থেকেই সতর্ক হন। শীতে কোন ধরনের ফেস মাস্ক ব‍্যবহার তার একটি তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে।
advertisement
3/8
কলা এবং মাখনশীতকালে ত্বককে মোলায়েম রাখতে এই মাস্কের জুড়ি মেলা ভার। কলা এবং মাখনকে ভাল করে মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
কলা এবং মাখনশীতকালে ত্বককে মোলায়েম রাখতে এই মাস্কের জুড়ি মেলা ভার। কলা এবং মাখনকে ভাল করে মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
advertisement
4/8
অ‍্যালোভেরা জেল এবং আমন্ড ওয়েলআমন্ড ওয়েল বা বাদামের তেল এবং অ‍্যালোভেরা জেল, দুই উপাদান ত্বকের দুর্দান্ত ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই এই দুই উপাদানের মিশ্রনও ত্বকের জন‍্য অসাধারণ ফেস মাস্কের কাজ করবে।
অ‍্যালোভেরা জেল এবং আমন্ড ওয়েলআমন্ড ওয়েল বা বাদামের তেল এবং অ‍্যালোভেরা জেল, দুই উপাদান ত্বকের দুর্দান্ত ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই এই দুই উপাদানের মিশ্রনও ত্বকের জন‍্য অসাধারণ ফেস মাস্কের কাজ করবে।
advertisement
5/8
চকোলেট এবং মধু
চকোলেট শুধু দুর্দান্ত স্বাদের জন‍্য নয়, ত্বকের জন‍্যও অত‍্যন্ত উপকারি। ৪-৫ টি চকোলেটের টুকরোকে গলিয়ে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। শীতের রুক্ষতা গায়েব হবে।
চকোলেট এবং মধু চকোলেট শুধু দুর্দান্ত স্বাদের জন‍্য নয়, ত্বকের জন‍্যও অত‍্যন্ত উপকারি। ৪-৫ টি চকোলেটের টুকরোকে গলিয়ে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। শীতের রুক্ষতা গায়েব হবে।
advertisement
6/8
দুধ এবং মধুদুধ এবং মধু ত্বকের নরম বজায় রাখতে ভীষণ উপকারী। এই দুই উপাদান মিশিয়ে একটি ফেস প‍্যাক বানান। মুখে, গলায় ভাল করে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
দুধ এবং মধুদুধ এবং মধু ত্বকের নরম বজায় রাখতে ভীষণ উপকারী। এই দুই উপাদান মিশিয়ে একটি ফেস প‍্যাক বানান। মুখে, গলায় ভাল করে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
advertisement
7/8
নারকেল তেল এবং মধুশীতে ত্বকের জন‍্য নারকেল তেলের বিকল্প নেই। প্রতিটি বাড়িতেই থাকা এই জিনিসটি একটি অসাধারণ ময়শ্চারাইজার। নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে সেই ফেস প‍্যাক মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ময়শ্চারাইজার লাগবেই না।
নারকেল তেল এবং মধুশীতে ত্বকের জন‍্য নারকেল তেলের বিকল্প নেই। প্রতিটি বাড়িতেই থাকা এই জিনিসটি একটি অসাধারণ ময়শ্চারাইজার। নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে সেই ফেস প‍্যাক মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ময়শ্চারাইজার লাগবেই না।
advertisement
8/8
দই এবং কলাদই ত্বকের জন‍্য অত‍্যন্ত উপকারী। কলা এবং দইয়ের মিশ্রণ মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বকের আদ্রতা বজায় থাকবে, ত্বক নরম থাকবে।
দই এবং কলাদই ত্বকের জন‍্য অত‍্যন্ত উপকারী। কলা এবং দইয়ের মিশ্রণ মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বকের আদ্রতা বজায় থাকবে, ত্বক নরম থাকবে।
advertisement
advertisement
advertisement