Winter Fried Food: কড়া ঠান্ডায় কামড় দিন মুচমুচে ভাবরায়! ফাস্ট ফুডের জামানায় বাজার কাঁপাচ্ছে লোকাল 'চটপটা স্ন্যাক্স'!
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Purulia News: দেখতে জিলিপির মতো, তবে মিষ্টি নয় নোনতা এই খাবার৷ খুবই সুস্বাদু৷ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ভাবরা ভাজা
কলকাতার রসগোল্লা, জয়নগরের মোয়া কিংবা বর্ধমানের সীতাভোগ যেমন নিজেদের স্বাদে নাম কুড়িয়েছে, ঠিক তেমনই পুরুলিয়ার নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে ভাবরা ভাজা। দেখতে জিলিপির মত হলেও স্বাদে একেবারে আলাদা, এই বৈশিষ্ট্যই ভাবরাকে পুরুলিয়ার অন্যতম প্রিয় তেলেভাজায় পরিণত করেছে। শীতের সকালের কুয়াশা হোক বা বিকেলের চায়ের কাপ, ভাবরার এক চিমটি স্বাদ ছাড়া দিন যেন পূর্ণতা পায় না, এমনটাই মনে করেন ভাবরা–অনুরাগীরা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
প্রত্যেক বছর শীতের মরশুমে পুরুলিয়াতে গিয়ে ভিড় করেন পর্যটকরা। ভাবরা ভাজার স্বাদ চেটেপুটে নিতে পছন্দ করেন তারাও। উল্লেখ্য, এই ভাবরা ভাজা কিন্তু অন্য জায়গায় মেলে না। এখন শীতের সময় বিশেষ করে পুরুলিয়া, রঘুনাথপুর শহর, ও জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের বাজার এলাকায় সর্বত্র বিরাজমান এই ভাবরা। শুধু পুরুলিয়াবাসী নয়, পর্যটকদের মন জয় করে নিয়েছে এই তেলেভাজা (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
advertisement








