Women Junk Food Addiction: বয়স বাড়লে নারীদের মধ্যে জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে চাগাড় দেয়! গবেষণায় চমকপ্রদ তথ্য
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Women Junk Food Addiction: জানা গিয়েছে যে, মেয়েদের বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে জাঙ্ক ফুড খাওয়ার আকাঙ্ক্ষা। অর্থাৎ বয়স বাড়লেই জাঙ্ক ফুডের প্রতি আসক্তিও বৃদ্ধি পায়।
জাঙ্ক ফুড খেতে কে না ভালবাসে! বাইরে বেরোলেই রাস্তার ধারে থাকা ফুচকা, মোমো, রোল, চাউমিনের স্টল যেন টানতে থাকে। সন্ধ্যাবেলায় এই সব স্টলে থাকে উপচে পড়া ভিড়। অথচ এই জাঙ্ক ফুড আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। বিভিন্ন ঘাতক রোগের জন্যও দায়ী। এমনটা জানা সত্ত্বেও জাঙ্ক ফুড খাওয়ার লোভে ছুটে যায় মানুষ।
advertisement
advertisement
জাঙ্ক ফুডের তালিকায় পড়ে ফুচকা, মোমো, সিঙাড়া, বিভিন্ন প্রকার চাট, কেক, পেস্ট্রি, এগ রোল কিংবা চিকেন রোল, চপ-কাটলেট, পিৎজা-বার্গার ইত্যাদি। তবে এখানেই শেষ নয়, প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুডও রয়েছে এই তালিকায়। এই সব খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসে ঠিকই, কিন্তু এই খাবার স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর। আসলে জাঙ্ক ফুড খেলে ওজন বৃদ্ধি পায়। আর ওজন বৃদ্ধি পাওয়া মানেই তো হাজার হাজার সমস্যা!
advertisement
এমনকী কোলেস্টেরল বৃদ্ধি, হৃদরোগ, ডায়াবেটিসের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। এছাড়া হজমশক্তি নষ্ট করে দেয় এই ধরনের খাবার। শুধু তা-ই নয়, অন্ত্রের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর জাঙ্ক ফুড। আবার অতিরিক্ত লবণ এবং গোলমরিচ দেওয়া খাবারও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আবার আমাদের আজকাল জাঙ্ক ফুডপ্রেমীর সংখ্যা বেড়েছে। ফলে এই ধরনের মারণ রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ।
advertisement
advertisement
advertisement









