ট্রাকের পিছনে 'ওকে' লেখা নিয়ে নানা মুণির নানা মত! এখন চার, পাঁচ এমনকি ছয় লেনের এক্সপ্রেসওয়ে দেখা যায়, ফলে একাধিক গাড়ি পাশাপাশি যেতে পারে। কিন্তু আগে একাধিক লেনবিশিষ্ট রাস্তা খুবই কম ছিল। একটি রাস্তা দিয়েই গাড়ি-বাস-ট্রাক-লরি যাওয়া এবং আসা দু’টিই করত। ফলে কোনও ট্রাকের পিছনে থাকা গাড়ি ওভারটেক করতে চাইলে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ঝুঁকি থাকত। যেহেতু ট্রাকের আকার বড়, তাই পিছনে কোনও ছোট গাড়ি থাকলে উল্টো দিক থেকে আসা গাড়িকে দেখা সম্ভব হত না চালকের। তাই ‘ওকে’ শব্দের ‘ও’-এর মধ্যে একটা সাদা লাইট লাগানো হত। যদি ট্রাকের পিছনে থাকা কোনও গাড়ি ওভারটেক করতে চাইত, সামনের রাস্তা ফাঁকা থাকলে ‘ও’-এ থাকা আলো জ্বালিয়ে পিছনে থাকা গাড়িটিকে ওভারটেক করার সঙ্কেত দিতেন ট্রাকচালক।
এবার ট্রাক বা লরির পিছনে কেন হর্ন প্লিজ লেখা থাকে? উত্তর হল, ট্রাক বা লরি বড় গাড়ি। হাইওয়ে হোক বা শহরের রাস্তা, ট্রাক বা লরির পাশ কাটিয়ে যাওয়া বেশ কঠিন। ট্রাক বা লরিকে সাধারণত তখনই টপকে বেরিয়ে যাওয়া যায় যখন সেটি পাশের গাড়িকে জায়গা ছেড়ে দেয় নিজে সাইড হয়ে। এখন চার, পাঁচ এমনকি ছয় লেনের এক্সপ্রেসওয়ে হয়। কিন্তু আগে এরকম রাস্তা ছিল না। তখন কোনও ছোট গাড়িকে ট্রাক বা লরির পিছনে যেতে হত ধীর গতিতে। তাতে অনেক সময় লাগত। আবার লরিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকত। কাজেই উপায় ছিল একটাই, হর্ন দিয়ে ট্রাক চালককে বলা সাইড দিতে, যাতে গাড়ি বেরিয়ে যেতে পারে। সেই কারণেই ট্রাকের পিছনে লেখা থাকে হর্ন প্লিজ, যাতে সেটি দেখে গাড়ি চালকের মনে পড়ে হর্ন দেওয়ার কথা। যে হর্নের আওয়াজ শুনে লরি বা ট্রাক চালক সাইড দেবেন।