ATM Fraud: এটিএম প্রতারণার নতুন ছক! কার্ড অদলবদল করে টাকা লোপাট! কীভাবে ফাঁদ পাতছে শুনলে চমকে উঠবেন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
ATM Fraud: হরিণঘাটার এক বয়স্ক মহিলা এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। অভিযোগ, মেশিনের বোতাম কাজ না করায় দুই অভিযুক্ত সহযোগিতার নাম করে ওই মহিলার এটিএম কার্ড নিজেদের দখলে নেন। এরপর কৌশলে তাঁর থেকে পিন নম্বর জেনে মহিলার হাতে নকল কার্ড তুলে দেন
হরিণঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথঃ অভিনব কায়দায় এটিএম থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করেছে হরিণঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম সুবীর শেখ ও শুভম মাল। সম্প্রতি রানাঘাট জেলা পুলিশের কাছে হরিণঘাটা ও কল্যাণীতে এই রকম একাধিক প্রতারণার অভিযোগ লিপিবদ্ধ হয়েছিল।
গত ১৩ সেপ্টেম্বর ঘটনা শুরু হয়। হরিণঘাটার এক বয়স্ক মহিলা এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। অভিযোগ, মেশিনের বোতাম কাজ না করায় দুই অভিযুক্ত সহযোগিতার নাম করে ওই মহিলার এটিএম কার্ড নিজেদের দখলে নেন। এরপর কৌশলে তাঁর থেকে পিন নম্বর জেনে নিয়ে নকল কার্ড মহিলার হাতে তুলে দেন। মহিলা কিছু বুঝে উঠতে না পারলেও বাড়ি ফেরার পরের দিনই চমকে ওঠেন। দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকার বেশি উধাও হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাইক চালাচ্ছিলেন যুবক, হঠাৎ এলোপাথাড়ি কো*প! উৎসবের আবহে চাঞ্চল্যকর ঘটনা
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, একই ব্যক্তি শান্তিপুরের একটি সোনার দোকানে ওই মহিলার এটিএম কার্ড ব্যবহার করে গয়না কিনছেন। সূত্র ধরে পুলিশ শেষ পর্যন্ত সুবীর ও শুভমকে চিহ্নিত করে গ্রেফতার করে। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় আশি হাজার নগদ টাকা, সোনার গয়না এবং দু’টি গাড়ি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে খবর, ধৃতদের এদিন কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আর কোন কোন এলাকায় এই প্রতারণা চালানো হয়েছে, তা খতিয়ে দেখবে পুলিশ। স্থানীয়দের মতে, দুই যুবক গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Sep 24, 2025 10:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ATM Fraud: এটিএম প্রতারণার নতুন ছক! কার্ড অদলবদল করে টাকা লোপাট! কীভাবে ফাঁদ পাতছে শুনলে চমকে উঠবেন










