Shah Rukh Khan Rani Mukerji: এটাই শাহরুখ! শাহরুখ খান...রানি উঠে দাঁড়ানো মাত্রই এগিয়ে গেলেন..তুলে ধরলেন আঁচল

Last Updated:
মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
1/8
নয়াদিল্লি: এ যেন একঝলক ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা আরও কাছাকাছি ‘কভি আলবিদা না কহে না’৷ দুর্দান্ত কেমিস্ট্রি৷ সে অন স্ক্রিনেই হোক কী অফ স্ক্রিন৷
নয়াদিল্লি: এ যেন একঝলক ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা আরও কাছাকাছি ‘কভি আলবিদা না কহে না’৷ দুর্দান্ত কেমিস্ট্রি৷ সে অন স্ক্রিনেই হোক কী অফ স্ক্রিন৷
advertisement
2/8
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়কে৷
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়কে৷
advertisement
3/8
ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে৷  এই ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে, ওদের দুজনের বন্ধুত্ব কতটা গাঢ়৷
ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে৷ এই ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে, ওদের দুজনের বন্ধুত্ব কতটা গাঢ়৷
advertisement
4/8
 "মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে" ছবির জন্য জাতীয় পুরস্কার পান রানি৷ আর ‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ৷ একটি ভিডিয়োয় রানিকে দেখা যাচ্ছে শাহরুখকে তাঁর মেডেল গলায় পরিয়ে দিতে৷
"মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে" ছবির জন্য জাতীয় পুরস্কার পান রানি৷ আর ‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ৷ একটি ভিডিয়োয় রানিকে দেখা যাচ্ছে শাহরুখকে তাঁর মেডেল গলায় পরিয়ে দিতে৷
advertisement
5/8
আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান রানির শাড়ি জট পাকানো থেকে রক্ষা করার জন্য তাঁর আঁচল ধরে আছেন। শাহরুখের এমন ব্যবহার অবশ্য আগেও দেখা গিয়েছে৷
আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে , রানি উঠে দাঁড়ানোর সময় তাঁর আঁচল যাতে রানির পায়ে জড়িয়ে না যায়, তাই শাহরুখ খান সেটি তুলে ধরে রয়েছেন। শাহরুখের এমন ব্যবহার অবশ্য আগেও দেখা গিয়েছে নিজের স্ত্রী গৌরী খান কিংবা অন্য অভিনেত্রীদের ক্ষেত্রে৷
advertisement
6/8
শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি ‘কিং’-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ।
শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি ‘কিং’-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ।
advertisement
7/8
মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
advertisement
8/8
অন্যদিকে, রানি মুখোপাধ্যায়কে দেখা যায় চকোলেট রঙের সোনালি জড়ি পাড় শাড়ি পরে৷ প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল।
অন্যদিকে, রানি মুখোপাধ্যায়কে দেখা যায় চকোলেট রঙের সোনালি জড়ি পাড় শাড়ি পরে৷ প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল।
advertisement
advertisement
advertisement