Why do people rub their eyes after waking up: ঘুম থেকে উঠে চোখ ঘষছেন? স্বস্তি মিললেও ক্ষতি হতে পারে, জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Why do people rub their eyes after waking up: অনেকে ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই চোখ ঘষে থাকেন। মনে হতে পারে ঘুমঝিম কেটে যাবে বা চোখ পরিষ্কার হবে, কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন—এই অভ্যাস চোখের জন্য উপকারের চেয়ে বেশিরভাগ সময় ক্ষতিকর হতে পারে।
advertisement
advertisement
ভিশন আই সেন্টার, নিউ দিল্লির মেডিক্যাল ডিরেক্টর ও চক্ষু বিশেষজ্ঞ ডা. তুষার গ্রোভার News18-কে জানান, সকালে ঘুম থেকে উঠেই চোখ ঘষার সবচেয়ে সাধারণ কারণ হল চোখের শুষ্কতা। সারা রাত চোখের পলক না পড়ার ফলে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এর ফলেই ঘুম ভাঙার পর চোখ শুকনো লাগে এবং অস্বস্তি শুরু হয়। এই অস্বস্তি থেকে মুক্তি পেতে অনেকেই চোখ ঘষেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, চোখে ময়লা বা অস্বস্তি হলে হাত না ঘষে হালকা করে পরিষ্কার কাপড় দিয়ে চোখের চারপাশ মুছুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। হার্ড স্পর্শ এড়িয়ে নিরাপদ চোখের যত্ন নিন, কারণ ছোট অভ্যাসও বড় সমস্যা ডেকে আনতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)









