Chocolate Day: চকোলেটেই লুকিয়ে আছে চোখ ধাঁধানো রূপের রহস্য, কাজ হবে ম্যাজিকের মতো

Last Updated:
Chocolate Day: শুধুমাত্র ত্বকের রঙ উজ্জ্বল করতেই নয়, বরং দীর্ঘমেয়াদে ত্বকের সুস্থতাও দেবে এই চকোলেট।
1/5
চকোলেট- আহা নামে যেন জাদু আছে। ৮ থেকে ৮০ চকোলেট খেতে কে না ভালোবাসেন! কিন্তু শুধু খাওয়া নয়। এই চকোলেট ডে-তে ত্বকের জেল্লা বাড়িয়ে নিতেও ব্যবহার করা যায় সাধের চকোলেট। চকোলেট ফেসিয়াল নিয়ে আপাতত মেতেছেন দুনিয়ার তামাম সুন্দরী। শুধুমাত্র ত্বকের রঙ উজ্জ্বল করতেই নয়, বরং দীর্ঘমেয়াদে ত্বকের সুস্থতাও দেবে এই চকোলেট।
চকোলেট- আহা নামে যেন জাদু আছে। ৮ থেকে ৮০ চকোলেট খেতে কে না ভালোবাসেন! কিন্তু শুধু খাওয়া নয়। এই চকোলেট ডে-তে ত্বকের জেল্লা বাড়িয়ে নিতেও ব্যবহার করা যায় সাধের চকোলেট। চকোলেট ফেসিয়াল নিয়ে আপাতত মেতেছেন দুনিয়ার তামাম সুন্দরী। শুধুমাত্র ত্বকের রঙ উজ্জ্বল করতেই নয়, বরং দীর্ঘমেয়াদে ত্বকের সুস্থতাও দেবে এই চকোলেট।
advertisement
2/5
চকোলেট ক্রিম, পেস্ট বা স্ক্রাব ত্বকের ট্যান দূর করে উজ্জ্বল করতে সাহায্য করে। চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, সঙ্গে রয়েছে অ্যান্টি-এজিং উপাদানও। চকোলেট মুখের ত্বকে একটি স্বাস্থ্যকর উজ্জ্বলতা আনে। এটি কোলাজেনের উৎপাদন বাড়ায়, যে কোনও দাগ হালকা করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখে, বলিরেখা দূর করে অকাল বার্ধক্য রোধ করতে পারে।
চকোলেট ক্রিম, পেস্ট বা স্ক্রাব ত্বকের ট্যান দূর করে উজ্জ্বল করতে সাহায্য করে। চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, সঙ্গে রয়েছে অ্যান্টি-এজিং উপাদানও। চকোলেট মুখের ত্বকে একটি স্বাস্থ্যকর উজ্জ্বলতা আনে। এটি কোলাজেনের উৎপাদন বাড়ায়, যে কোনও দাগ হালকা করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখে, বলিরেখা দূর করে অকাল বার্ধক্য রোধ করতে পারে।
advertisement
3/5
সমস্ত ধরনের ত্বকের জন্যই ভাল। সারাদিনের ক্লান্তি মুছে ফেলতে চকোলেট ফেসিয়াল খুবই উপকারী। চকোলেট ফেশিয়ালের জন্য প্রথমেই নিজের মুখ ভাল ভাবে পরিষ্কার করে নিতে হবে। সেক্ষেত্রে নিজের পছন্দের বা ত্বকের পক্ষে উপকারী এমন ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। অথবা, একটি কাঁচা দুধ এবং হলুদ বা গোলাপ জল এবং বেসন দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে।
সমস্ত ধরনের ত্বকের জন্যই ভাল। সারাদিনের ক্লান্তি মুছে ফেলতে চকোলেট ফেসিয়াল খুবই উপকারী। চকোলেট ফেশিয়ালের জন্য প্রথমেই নিজের মুখ ভাল ভাবে পরিষ্কার করে নিতে হবে। সেক্ষেত্রে নিজের পছন্দের বা ত্বকের পক্ষে উপকারী এমন ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। অথবা, একটি কাঁচা দুধ এবং হলুদ বা গোলাপ জল এবং বেসন দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে।
advertisement
4/5
মুখ পরিষ্কার করার পরে, ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করে নিতে হবে। এজন্য ব্রাউন সুগার এবং কফি বিনস গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে। প্রায় ১০ মিনিট এটি মুখে লাগিয়ে রেখে খুব হালকা হাতে ঘষে স্ক্রাবিং করতে হবে। এরপর মাসাজ ক্রিম হিসাবে চকোলেট পেস্ট ব্যবহার করতে হবে। খুব ভাল ভাবে মাসাজ করতে হবে সারা মুখে।
মুখ পরিষ্কার করার পরে, ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করে নিতে হবে। এজন্য ব্রাউন সুগার এবং কফি বিনস গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে। প্রায় ১০ মিনিট এটি মুখে লাগিয়ে রেখে খুব হালকা হাতে ঘষে স্ক্রাবিং করতে হবে। এরপর মাসাজ ক্রিম হিসাবে চকোলেট পেস্ট ব্যবহার করতে হবে। খুব ভাল ভাবে মাসাজ করতে হবে সারা মুখে।
advertisement
5/5
মুখ পরিষ্কার করে নিয়ে ২০ মিনিটের জন্য চকোলেট প্যাকটি লাগিয়ে রাখতে হবে। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মুখ পরিষ্কার করে নিয়ে ২০ মিনিটের জন্য চকোলেট প্যাকটি লাগিয়ে রাখতে হবে। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement