*চওড়া দাঁতের চিরুনি: চুল যদি ভেজা বা স্যাঁতস্যাঁতে হয় তাহলে ব্যবহার করতে হবে চওড়া দাঁতের চিরুনি। লম্বা বা ছোট চুলকে ছাড়াতে এর জুড়ি নেই। চওড়া দাঁতের ফলে চিরুনিকে চুলের ভিতর দিয়ে খুব সহজে টানা যায়। মাখনের ভিতর ছুরি চালানোর মতো। এতে ঘর্ষণ কম হয়। চুলে যে কোনও স্টাইল করা যায়। তাছাড়া এতে চুল পড়া কমে। মাথার ত্বকেও খুব বেশি লাগে না। চুলের ফলিকল অক্ষত থাকে। শুধু তাই নয়, মাথার ত্বক যদি সংবেদনশীল হয়, একটুতেই জ্বালা জ্বালা করে, তাহলেও এই ধরনের চিরুনি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আগোছালো চেহারা চাইলেও এমন চিরুনি উপযুক্ত। চুলকে অনেক বেশি প্রাকৃতিক চেহারা দেয়। প্রতীকী ছবি।
*ভেন্টেড হেয়ার ব্রাশ: এটা এমন একটা পণ্য যা গ্রুমিং কিটে রাখতেই হবে। বিশেষ করে যাঁরা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। স্টাইল করার সময় হেয়ার ড্রায়ারের বাতাস সহজেই ভেন্টেড হেয়ার ব্রাশের মধ্য দিয়ে যেতে পারে। বেশিরভাগ ভেন্টেড ব্রাশের একটি ফ্রিজ-ফ্রি ডিজাইন রয়েছে। এটা চুলের ফলিকলে নেতিবাচক আয়ন যোগ করে। চুলে ড্রায়ার ব্যবহারের সঙ্গে সঙ্গে এটা স্বাভাবিকভাবেই ঘটে। ফ্রিজিং কম হয়। প্রতীকী ছবি।
*প্যাডেল ব্রাশ: প্যাডেল ব্রাশে লম্বা এবং মাঝারি দৈর্ঘ্যের চুলে সবচেয়ে ভাল স্টাইল করা যায়। সব চিরুনি দিয়ে লম্বা চুল সামলানো যায় না। প্যাডেল ব্রাশে কিউটিকল সমতল হয়, ফলে চুল থাকে স্বাস্থ্যকর। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) প্রতীকী ছবি।