Weekend Trip: রাজকন্যার প্রেম পাশের গ্রামের গোয়ালা যুবকের সঙ্গে! দেবশালার নাগরপোঁতা জঙ্গলে ইতিহাস নয়, আজও বেঁচে আছে প্রেম! জানুন অজানা গল্প
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Weekend Trip: বহু বছর আগে রাজগড়ে রাজত্ব করতেন এক সামন্ত রাজা। তাঁর রাজকন্যার প্রেমে পড়েন পাশের গ্রামের এক গোয়ালা যুবক। রাজকন্যা-গোয়ালার সেই সম্পর্ক ধরা পড়তেই রাজার নির্দেশে দু’জনকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই জঙ্গলের মাঝেই কবর দেওয়া হয়।
*পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের দেবশালা গ্রামের কাছে ঘন জঙ্গলের মাঝেই রয়েছে এক রহস্যময় জায়গা ‘প্রেমের সমাধি’। স্থানীয় মানুষ থেকে যাত্রী, যেই এই পথ দিয়ে যান না কেন, প্রায় সবাই থেমে একবার সমাধির সামনে মাথা নত করেন। গাছের ডাল কিংবা পাতা দিয়ে প্রণাম জানানোর এই রীতি আজও অটুট। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী।
advertisement
advertisement
advertisement
advertisement