Weekend Trip: শান্ত প্রকৃতির মাঝে সঙ্গিকে নিয়ে একান্তে সময় কাটাতে চান, শীতে ঢুঁ মারুন ম্যানগ্রোভ ঘেরা মায়াবী হেনরি আইল্যান্ডে, টিকিট মাত্র ১০ টাকা

Last Updated:
Weekend Trip: শীতের ছুটিতে নিরিবিলি ভ্রমণের খোঁজে থাকলে হেনরি আইল্যান্ড আদর্শ। ম্যানগ্রোভ জঙ্গল, সূর্যোদয়, দর্শনীয় স্থান ও ভ্রমণ টিপস এক নজরে জানুন
1/6
এই শীতে সঙ্গিনীর সঙ্গে একান্তে সময় ঘুরে আসুন হেনরি আইল্যান্ড। ছবির মত সুন্দর এই দ্বীপ আপনার মন ভোলাতে বাধ্য। হেনরি আইল্যান্ড, ম্যানগ্রোভ ঘেরা একটি সবুজ দ্বীপ। যার প্রান্ত ছুঁয়েছে বঙ্গোপসাগরে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
এই শীতে সঙ্গিনীর সঙ্গে একান্তে সময় ঘুরে আসুন হেনরি আইল্যান্ড। ছবির মত সুন্দর এই দ্বীপ আপনার মন ভোলাতে বাধ্য। হেনরি আইল্যান্ড, ম্যানগ্রোভ ঘেরা একটি সবুজ দ্বীপ। যার প্রান্ত ছুঁয়েছে বঙ্গোপসাগরে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
বর্তমানে হেনরি আইল্যান্ডে গেলে দেখতে পাওয়া যায় অবজারভেটরি, পিকনিক স্পট, ম্যানগ্রোভ, ভেটকি প্রকল্প, ট্যাংরা প্রকল্প, বাগদা প্রকল্প, হেনরি লেক, সুন্দরবন অরণ্য ভূমি, গলদা প্রকল্প।
বর্তমানে হেনরি আইল্যান্ডে গেলে দেখতে পাওয়া যায় অবজারভেটরি, পিকনিক স্পট, ম্যানগ্রোভ, ভেটকি প্রকল্প, ট্যাংরা প্রকল্প, বাগদা প্রকল্প, হেনরি লেক, সুন্দরবন অরণ্য ভূমি, গলদা প্রকল্প।
advertisement
3/6
বকখালিতে যাওয়া অধিকাংশ পর্যটক এই দ্বীপে ঘুরতে যান। এই দ্বীপ সমুদ্রপ্রেমী পর্যটকদের কাছে এই দ্বীপ স্বপ্নজগৎ। বকখালিতে যে আনন্দ পাওয়া যায়না, হেনরি আইল্যান্ডে তা পাওয়া যায়।
বকখালিতে যাওয়া অধিকাংশ পর্যটক এই দ্বীপে ঘুরতে যান। এই দ্বীপ সমুদ্রপ্রেমী পর্যটকদের কাছে এই দ্বীপ স্বপ্নজগৎ। বকখালিতে যে আনন্দ পাওয়া যায়না, হেনরি আইল্যান্ডে তা পাওয়া যায়।
advertisement
4/6
দ্বীপটিতে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। সি বিচে লাল কাঁকড়ার আনাগোনা। এই দ্বীপের সার্ভের দায়িত্ব পড়েছিল স্যার হেনরি সাহেবের উপর। তার পর থেকেই এই দ্বীপের নাম হেনরি আইল্যান্ড।
দ্বীপটিতে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। সি বিচে লাল কাঁকড়ার আনাগোনা। এই দ্বীপের সার্ভের দায়িত্ব পড়েছিল স্যার হেনরি সাহেবের উপর। তার পর থেকেই এই দ্বীপের নাম হেনরি আইল্যান্ড।
advertisement
5/6
ভোরবেলা সূর্যোদয় দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। হেনরি আইল্যান্ডে প্রবেশ মূল্য ১০ টাকা। মৎস্য দফতরের অধীনে এই দ্বীপে মাছ চাষের জন্য রয়েছে অনেকগুলি ফিশারি। এছাড়াও সেখানে রয়েছে দুটি ট্যুরিস্ট লজ।
ভোরবেলা সূর্যোদয় দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। হেনরি আইল্যান্ডে প্রবেশ মূল্য ১০ টাকা। মৎস্য দফতরের অধীনে এই দ্বীপে মাছ চাষের জন্য রয়েছে অনেকগুলি ফিশারি। এছাড়াও সেখানে রয়েছে দুটি ট্যুরিস্ট লজ।
advertisement
6/6
তবে এই দ্বীপে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা রয়েছে। নেই সন্ধ্যার পর দ্বীপে থাকার অনুমতিও। চোরাবালির সতর্কীকরণ রয়েছে। তবে সমস্ত দিন আপনি এখানে ঘুরতে পারেন। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
তবে এই দ্বীপে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা রয়েছে। নেই সন্ধ্যার পর দ্বীপে থাকার অনুমতিও। চোরাবালির সতর্কীকরণ রয়েছে। তবে সমস্ত দিন আপনি এখানে ঘুরতে পারেন। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement