Weekend Trip: বিকেলের সূর্যাস্ত আর ময়ূরাক্ষীর জলরাশি! শান্ত তিলপাড়া ব্যারেজে সময় কাটান নদীর কলতানে
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: বীরভূমের সিউড়ি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত তিলপাড়া ব্যারেজ। ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত এই ব্যারেজটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ নির্জন ঠিকানা।
advertisement
advertisement
advertisement
advertisement
এখানে বড় কোনও খাওয়াদাওয়ার জায়গা নেই, তাই সঙ্গে হালকা খাবার ও জল নিয়ে আসাই ভাল। বেশি ভিড় নেই বললেই চলে, এই নির্জনতাই তিলপাড়া ব্যারেজের সবচেয়ে বড় শক্তি। সিউড়ি এলে অবশ্যই একদিন সময় বের করে এখানে আসুন। ময়ূরাক্ষীর তীরে কাটানো এই কয়েকটা ঘণ্টা আপনার মনটা অনেকটাই হালকা করে দেবে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)








