Viral: দিল্লি কা লাড্ডু? একটা-দুটো নয়, ৯ বিয়েতেও মন ভরেনি! ফের ছাদনাতলায় আরও দুই নারীকে নিয়ে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral: নয় প্রেমিকার সকলকেই এক সঙ্গে বিয়ে করে নিয়েছিলেন। কিন্তু সেখানেই কি শখ মিটল ব্যক্তির?
কথায় বলে বিয়ে হল দিল্লি কা লাড্ডু। আর বিয়ের এই লাড্ডু যারা খাবে তারাও পস্তাবে আবার যারা খাবে না, তারাও পস্তাবে। কিন্তু আমরা যাঁর কথা বলতে চলেছি তিনি এক-দুই নয়, নয় বার এই মহান লাড্ডুটি খেয়েছেন, কিন্তু তারপরেও এখনও তাঁর মন ভরেনি। শোনা যাচ্ছে যে এই ব্রাজিলিয়ান পুরুষ এখন আরও ২ জন মহিলাকে বিয়ে করবেন এবং তার স্ত্রীর সংখ্যা বাড়িয়ে ১১ করতে চলেছেন খুব শিগগিরই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিবেদনে আর্থার জানান, তাঁর স্ত্রী আগাথা চেয়েছিলেন তাঁরা স্বাভাবিক স্বামী-স্ত্রীর মতো একে অপরের সঙ্গে সু-সম্পর্ক রেখে চলুন। কিন্তু তাতে আপত্তি জানান আর্থার। এরপরে আগাথা যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আর্থার প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন এবং তাঁর স্ত্রীর দেখানো কারণ শুনে তিনিও যারপরনাই অবাক হয়েছিলেন।
advertisement
advertisement
advertisement