কথায় বলে বিয়ে হল দিল্লি কা লাড্ডু। আর বিয়ের এই লাড্ডু যারা খাবে তারাও পস্তাবে আবার যারা খাবে না, তারাও পস্তাবে। কিন্তু আমরা যাঁর কথা বলতে চলেছি তিনি এক-দুই নয়, নয় বার এই মহান লাড্ডুটি খেয়েছেন, কিন্তু তারপরেও এখনও তাঁর মন ভরেনি (Viral news)। শোনা যাচ্ছে যে এই ব্রাজিলিয়ান পুরুষ এখন আরও ২ জন মহিলাকে বিয়ে (Viral)করবেন এবং তার স্ত্রীর সংখ্যা বাড়িয়ে ১১ করতে চলেছেন খুব শিগগিরই (Man With 9 Wives)। প্রতীকী ছবি।
ব্রাজিলিয়ান মডেল আর্থার ও উরসো গত বছর হঠাৎই লাইমলাইটে আসেন যখন তিনি গির্জায় গিয়ে একসঙ্গে ৯ মেয়েকে বিয়ে করেন (Man With 9 Wives)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে ট্রোলও করেন অনেকে। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সাও পাওলোতে বসবাসকারী আর্থার এর আগে কঠোর পরিশ্রম করে তাঁর ওজন কমিয়েছিলেন রেকর্ড গতিতে। প্রতীকী ছবি।
প্রতিবেদনে আর্থার জানান, তাঁর স্ত্রী আগাথা চেয়েছিলেন তাঁরা স্বাভাবিক স্বামী-স্ত্রীর মতো একে অপরের সঙ্গে সু-সম্পর্ক রেখে চলুন। কিন্তু তাতে আপত্তি জানান আর্থার। এরপরে আগাথা যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আর্থার প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন এবং তাঁর স্ত্রীর দেখানো কারণ শুনে তিনিও যারপরনাই অবাক হয়েছিলেন। প্রতীকী ছবি।