সময়-পরিশ্রম দুইই বাঁচবে, মহালয়ার আগে এই টিপস মানলে নিমেষে ঝকঝকে হবে বাথরুম
- Published by:Shubhagata Dey
Last Updated:
Vinegar to baby oil clean the bathroom: ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে মেনে চলতে হবে কয়েকটা ঘরোয়া টিপস।
advertisement
advertisement
*টি ট্রি অয়েল দিয়ে বাথরুম পরিষ্কার: টি ট্রি অয়েলের অনেক উপকারিতা রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। তাই বাথরুমে এটি ব্যবহার করলে দুর্দান্ত ফল পাওয়া যাবে। বাথরুমের সিঙ্ক পরিষ্কার করতে, বেকিং সোডার সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে দিয়ে সিঙ্কে ভাল করে স্ক্রাব করতে হবে। এই মিশ্রণ সহজেই সব রকমের দাগ এবং ব্যাকটেরিয়া দূর করবে এবং সিঙ্ক আবার ঝকঝকে দেখাবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
advertisement
*ভিনিগার দিয়ে বাথরুম পরিষ্কার: বাথরুম পরিষ্কার করার নানা পণ্যের অনেক দাম। অকারণে সেই সব কিনে অর্থ ব্যয় না করে বাড়িতেই সহজলভ্য ভিনিগার ব্যবহার করা যেতে পারে। বাথরুমের টাইলস হলদেটে হয়ে গেলে সেটা পরিষ্কার করতে ভিনিগারের সাহায্য নিতে হবে। এর জন্য গরম জলে ১/২ কাপ সাদা ভিনিগার মিশিয়ে টাইলস ভাল করে ঘষতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ভিনিগার দিয়ে মার্বেল পরিষ্কার না করা হয়, ভিনিগারের অ্যাসিড মার্বেল নষ্ট করে দেবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
advertisement