ভ্যাসেকটমি পদ্ধতি নিয়ে আমাদের দেশে বহুদিন ধরেই বিভিন্ন ধারনা প্রচলিত৷ যার মধ্যে অধিকাংশই ভ্রান্ত৷ আগে জেনে নেওয়া যাক এই পদ্ধতি ঠিক কী৷ যে টিউবের মাধ্যমে টেস্টিকল থেকে শুক্রাণু পুরুষাঙ্গ অবধি পৌঁছয়, সেই টিউবদুটিকে বাদ দেওয়া বা সিল করে দেওয়ার পদ্ধতিই হল ভ্যাসেকটমি৷ এর ফলে শুক্রাণু পৌঁছতে পারে না বীর্য অবধি৷(Vasectomy)