Vasectomy and myths : ভ্যাসেকটমির পর কি আগের মতোই উদ্দাম যৌনজীবন সম্ভব? একই থাকে লিবিডো?

Last Updated:
Vasectomy and myths : যাঁরা ভ্যাসেকটমি করিয়েছেন তাঁরা যৌন সম্পর্কের সময় বীর্যপাত করবেন ঠিকই৷ কিন্তু তাঁদের বীর্য হবে শুক্রাণুমুক্ত৷
1/6
ভ্যাসেকটমি পদ্ধতি নিয়ে আমাদের দেশে বহুদিন ধরেই বিভিন্ন ধারনা প্রচলিত৷ যার মধ্যে অধিকাংশই ভ্রান্ত৷ আগে জেনে নেওয়া যাক এই পদ্ধতি ঠিক কী৷ যে টিউবের মাধ্যমে টেস্টিকল থেকে শুক্রাণু পুরুষাঙ্গ অবধি পৌঁছয়, সেই টিউবদুটিকে বাদ দেওয়া বা সিল করে দেওয়ার পদ্ধতিই হল ভ্যাসেকটমি৷ এর ফলে শুক্রাণু পৌঁছতে পারে না বীর্য অবধি৷(Vasectomy)
ভ্যাসেকটমি পদ্ধতি নিয়ে আমাদের দেশে বহুদিন ধরেই বিভিন্ন ধারনা প্রচলিত৷ যার মধ্যে অধিকাংশই ভ্রান্ত৷ আগে জেনে নেওয়া যাক এই পদ্ধতি ঠিক কী৷ যে টিউবের মাধ্যমে টেস্টিকল থেকে শুক্রাণু পুরুষাঙ্গ অবধি পৌঁছয়, সেই টিউবদুটিকে বাদ দেওয়া বা সিল করে দেওয়ার পদ্ধতিই হল ভ্যাসেকটমি৷ এর ফলে শুক্রাণু পৌঁছতে পারে না বীর্য অবধি৷(Vasectomy)
advertisement
2/6
যাঁরা ভ্যাসেকটমি করিয়েছেন তাঁরা যৌন সম্পর্কের সময় বীর্যপাত করবেন ঠিকই৷ কিন্তু তাঁদের বীর্য হবে শুক্রাণুমুক্ত৷ এর ফলে সন্তান উৎপাদন বন্ধ হয়ে যায়৷ কিন্তু যৌনজীবন অটুটই থাকে৷ দেহে টেস্টোটেরন মাত্রাতেও কোনও প্রভাব পড়ে না৷
যাঁরা ভ্যাসেকটমি করিয়েছেন তাঁরা যৌন সম্পর্কের সময় বীর্যপাত করবেন ঠিকই৷ কিন্তু তাঁদের বীর্য হবে শুক্রাণুমুক্ত৷ এর ফলে সন্তান উৎপাদন বন্ধ হয়ে যায়৷ কিন্তু যৌনজীবন অটুটই থাকে৷ দেহে টেস্টোটেরন মাত্রাতেও কোনও প্রভাব পড়ে না৷
advertisement
3/6
অনেক ক্ষেত্রেই যে ধারণা প্রচলিত আছে, তা হল ভ্যাসেকটমির ফলে দেহে হরমোন ইমব্যালান্স হয়৷ কিন্তু গবেষণা প্রমাণ করেছে যে ভ্যাসেকটমিতে এই সমস্যা হয় না৷ তবে অন্য কোনও কারণে শরীরে হরমোনাল ডিসব্যালান্স বা হরমোনের তারতম্য ঘটতে পারে৷
অনেক ক্ষেত্রেই যে ধারণা প্রচলিত আছে, তা হল ভ্যাসেকটমির ফলে দেহে হরমোন ইমব্যালান্স হয়৷ কিন্তু গবেষণা প্রমাণ করেছে যে ভ্যাসেকটমিতে এই সমস্যা হয় না৷ তবে অন্য কোনও কারণে শরীরে হরমোনাল ডিসব্যালান্স বা হরমোনের তারতম্য ঘটতে পারে৷
advertisement
4/6
অটোইমিউন ডিজিজ, কার্ডিওভাসক্যুলার ডিজিজ, সেক্সুয়াল ডিসফাংশন, প্রস্টেট ক্যানসারের সঙ্গেও ভ্যাসেকটমির কোনও সম্পর্ক নেই৷ এই অস্ত্রোপচারের জন্য ইরেকটাইল ডিসফাংশনও হয় না৷ বরং, সমীক্ষা বলছে ভ্যাসেকটমির পর আরও মসৃণ হয় পুরুষদের যৌনজীবন৷ ভ্যাসেকটমির জন্য ঘাটতি হয় না লিবিডোতেও৷
অটোইমিউন ডিজিজ, কার্ডিওভাসক্যুলার ডিজিজ, সেক্সুয়াল ডিসফাংশন, প্রস্টেট ক্যানসারের সঙ্গেও ভ্যাসেকটমির কোনও সম্পর্ক নেই৷ এই অস্ত্রোপচারের জন্য ইরেকটাইল ডিসফাংশনও হয় না৷ বরং, সমীক্ষা বলছে ভ্যাসেকটমির পর আরও মসৃণ হয় পুরুষদের যৌনজীবন৷ ভ্যাসেকটমির জন্য ঘাটতি হয় না লিবিডোতেও৷
advertisement
5/6
ভ্যাসেকটমির সঙ্গে দীর্ঘকালীন ঝুঁকিও জড়িয়ে থাকে না৷ বিশেষজ্ঞের মতে, ভ্যাসেকটমির পর এক সপ্তাহের বিরতি নিয়েই আবার স্বাভাবিক যৌনজীবনে ফেরা যায়৷ কর্মজীবনে ফিরে আসা যায় ২ থেকে ৩ দিনের মধ্যে৷ শরীরচর্চার পুরনো নিয়ম আবার শুরু করা যায় ৭ থেকে ১৪ দিনের মধ্যেই৷
ভ্যাসেকটমির সঙ্গে দীর্ঘকালীন ঝুঁকিও জড়িয়ে থাকে না৷ বিশেষজ্ঞের মতে, ভ্যাসেকটমির পর এক সপ্তাহের বিরতি নিয়েই আবার স্বাভাবিক যৌনজীবনে ফেরা যায়৷ কর্মজীবনে ফিরে আসা যায় ২ থেকে ৩ দিনের মধ্যে৷ শরীরচর্চার পুরনো নিয়ম আবার শুরু করা যায় ৭ থেকে ১৪ দিনের মধ্যেই৷
advertisement
6/6
তবে কিছু স্বল্পকালীন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই অস্ত্রোপচারেও৷ সামান্য যন্ত্রণা বা অস্বস্তি থাকতে পারে৷ অস্ত্রোপচারের জায়গায় কিছুটা প্রদাহও হতে পারে৷ সঠিক ব্যবস্থা না নিলে দেখা দিতে পারে সংক্রমণও৷
তবে কিছু স্বল্পকালীন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই অস্ত্রোপচারেও৷ সামান্য যন্ত্রণা বা অস্বস্তি থাকতে পারে৷ অস্ত্রোপচারের জায়গায় কিছুটা প্রদাহও হতে পারে৷ সঠিক ব্যবস্থা না নিলে দেখা দিতে পারে সংক্রমণও৷
advertisement
advertisement
advertisement