Valentine Day 2023: ভ্যালেনটাইন ডে-তেই ঠোঁটে আসুক মনের কথা! ‘বিশেষ’ কিছু করেই এভাবে জিতে নিতে পারেন তাঁর মন!
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Valentine Day 2023 : যে, সারা বছরটাই তো থাকে প্রেমের জন্য। কিন্তু এই সপ্তাহটা বেশ স্পেশ্যাল। তাহলে দেখে নেওয়া যাক, বিশেষ সেই তাঁর প্রতি কীভাবে নিজের ভালোবাসা প্রকাশ করা যায়।
advertisement
advertisement
তাই জীবনের বিশেষ মানুষটার প্রতি নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য এই সপ্তাহটা একেবারে আদর্শ। সকলেই চান, তাঁর স্বপ্নের মানুষটা হাঁটু মুড়ে বসে সেই তিনটে ম্যাজিক্যাল শব্দ বলুক। ফলে এটাই সুযোগ নিজের মনের কথা প্রকাশ করার। তাহলে দেখে নেওয়া যাক, বিশেষ সেই তাঁর প্রতি কীভাবে নিজের ভালোবাসা প্রকাশ করা যায়।
advertisement
বিশেষ কিছু করতে হবে: তাঁকে স্পেশ্যাল ফিল করানোর জন্য বিশেষ কিছু করতে হবে। পছন্দের কোনও জায়গায় ঘুরে আসা যেতে পারে, লং ড্রাইভে বেরিয়ে পড়া যেতেই পারে। কিংবা তাঁর পছন্দমতো কোনও জায়গা বুক করতে পারেন। এতে তাঁর মনটাও ফুরফুরে হয়ে যাবে। আর লং ড্রাইভ কিংবা ডেটে গিয়েই নিজের মনের কথা খোলাখুলি বলে দেওয়া যেতে পারে মনের মানুষকে।
advertisement
রোম্যান্টিক ডেট: তিনি রাজি হলে একটা রোম্যান্টিক ডেট নাইট প্ল্যান করা যেতে পারে। তাঁর সঙ্গে একান্তে কিছু মুহূর্ত কাটানোর জন্য একটা জায়গা বুক করতে হবে। কিংবা ঘরেও ব্যবস্থা করা যেতে পারে। রোম্যান্টিক ডেটের জন্য জায়গাটাকে খুব সুন্দর করে গোলাপ আর বেলুন দিয়ে সাজিয়ে নিতে হবে। তার মাঝেই সুগন্ধী মোমবাতি জ্বালিয়ে নিলে মায়াবি আলোয় ভরে যাবে। সেই সঙ্গে অর্ডার করে নিতে হবে তাঁর পছন্দের খাবার আর পানীয়। সেখানেই উপহার দেওয়ার সঙ্গে সঙ্গেই মনের কথাটাও বলে দেওয়া যেতে পারে তাঁকে।
advertisement
হাসিতেই লুকিয়ে রয়েছে সম্মতি: মনের কথা পছন্দের মানুষকে বলার পরে তিনি হয়তো সামনাসামনি উত্তর না-ও দিতে পারেন। তাহলে তাঁর মনের অনুভূতিটা বোঝার উপায় কী। আসলে সেটা জানার জন্য তো মনটা উথালপাথাল করতে থাকে। অবশ্য সেটা বোঝার একটা উপায় রয়েছে। আর সেটা হল - হাসি। কারণ হাসিকেই সম্মতির লক্ষণ হিসেবে ধরা হয়। ফলে যদি প্রেম প্রস্তাব পাওয়ার পরে তাঁর মুখে মিষ্টি হাসি ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে প্রেম প্রস্তাব গ্রহণ করছেন তিনি।