দাম্পত্য জীবেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হল শয্যা। দৈহিক চাহিদা শুধু নয়, শয্যা দু’টি মানুষকে আরও বিবিধ উপায়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান। (Photo collected)