UTI: মহিলাদের মূত্রনালীর সংক্রমণ বা UTI হয় কোন ভিটামিনের অভাবে? প্রস্রাবের জ্বালায় পুড়ে যায় শরীর? কষ্ট এড়াতে কী খাবেন, জানুন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
UTI:অপরিচ্ছন্নতা, নোংরা শৌচাগার ব্যবহার, জিনগত কারণ, জল কম খাওয়া-সহ একাধিক কারণে ইউটিআই-তে ভোগেন মহিলারা৷ এমনকি পুরুষরাও আক্রান্ত হন এই সমস্যায়৷ জানেন কি ভিটামিনের অভাবেও আপনি আক্রান্ত হতে পারেন মূত্রনালীর সংক্রমণে?
advertisement
advertisement
advertisement
ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি সংক্রমণ, বিশেষ করে মূত্রনালীর সংক্রমণ (UTI) প্রতিরোধ করে। অতএব, তীব্র এবং পুনরাবৃত্ত উভয় সংক্রমণেই, বিশেষ করে প্রজনন বয়সের মহিলাদের ক্ষেত্রে, এর ইতিবাচক নিয়ন্ত্রক ভূমিকা রয়েছে। যেহেতু এই বয়সের মহিলাদের মূত্রনালীর গঠন এবং প্রজনন অঙ্গের গঠনে নির্দিষ্ট পার্থক্য থাকে৷
advertisement
advertisement
advertisement









