Prithiviraj Chavan Controversy: মাদুরোর মতো মোদিকেও অপহরণ করতে পারবেন ট্রাম্প? কংগ্রেস নেতার মন্তব্যে তুমুল বিতর্ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতের সঙ্গে আমেরিকা যে বাণিজ্য নীতি নিয়েছে এ দিন তার সমালোচনা করতে গিয়েই ভেনেজুয়েলার প্রসঙ্গে টেনে আনেন পৃথ্বীরাজ চৌহান৷
ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করতে পারেন?এমনই মন্তব্য করে তীব্র বিতর্কের সৃষ্টি করলেন সিনিয়র কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই সমাজমাধ্যমে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে৷ অনেকেই এই মন্তব্য হাল্কা মেজাজে নিলেও অধিকাংশ মানুষই এমন মন্তব্য করার জন্য কংগ্রেস নেতার সমালোচনায় সরব হয়েছেন৷ পৃথ্বীরাজ চৌহানকে তীব্র আক্রমণ করেছে বিজেপিও৷
গত শনিবার ভেনেজুয়েলায় আচমকা অভিযান চালিয়ে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক হেফাজতে নেয় মার্কিন সেনা৷ এর পর মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে এসে জেলবন্দি করা হয়৷ মাদক পাচার এবং মাদক সন্ত্রাস চালানোর অভিযোগে মাদুরোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকা৷ শুরু হয়েছে বিচার প্রক্রিয়া৷
মাদুরোকে যেভাবে আমেরিকা বন্দি করেছে, সেই প্রসঙ্গ টেনে পৃথ্বীরাজ চৌহান প্রশ্ন করেছেন, ভেনেজুয়েলার মতো ভারতেও কি একই ধরনের অভিযান চালাতে পারবেন ডোনাল্ড ট্রাম্প? বন্দি করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
advertisement
advertisement
ভারতের সঙ্গে আমেরিকা যে বাণিজ্য নীতি নিয়েছে এ দিন তার সমালোচনা করতে গিয়েই ভেনেজুয়েলার প্রসঙ্গে টেনে আনেন পৃথ্বীরাজ চৌহান৷ কংগ্রেস নেতা দাবি করেন, ‘আমেরিকা যেভাবে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে, তাতে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে আর বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ যেহেতু সরাসরি ভারতের উপরে নিষেধাজ্ঞা চাপানো সম্ভব নয়, তাই ঘুরিয়ে ট্রাম্প এই ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ভারতীয় অর্থনীতিকে চাপে ফেলতে চেয়েছেন৷ ভারতকে এটা হজম করতেই হবে৷ আমাদের ব্যবসায়ীরা অতীতে আমেরিকার সঙ্গে ব্যবসা করে যে মুনাফা ঘরে তুলেছেন, তা আর সম্ভব নয়৷ আমাদের নতুন বাজার খুঁজতে হবে৷ সেই চেষ্টা শুরু হয়ে গিয়েছে৷ এর পরই ভেনেজুয়েলার প্রসঙ্গ চেনে আনেন চৌহান৷’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌহান বলেন, এর পরে কী অপেক্ষা করছে? ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন তা যদি ভারতের সঙ্গেও করেন?
advertisement
পৃথ্বীরাজ চৌহানের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে কংগ্রেস৷ বিজেপি-র জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কংগ্রেস প্রতিদিনই নিজেদের আরও নীচে নামিয়ে ফেলছে৷ নির্লজ্জের মতো কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করেছেন৷ ভেনেজুয়েলার সঙ্গে যা হয়েছে তা ভারতের সঙ্গেও সম্ভব কি না, এই প্রশ্ন তুলে কংগ্রেস আসলে নিজেদের ভারত বিরোধী মনোভাবেরই স্পষ্ট দিয়েছে৷ রাহুল গান্ধি ভারতে অস্থিরতা তৈরি করতে চান৷ রাহুল গান্ধি চাইছেন বিদেশি শক্তি ভারতের বিষয়ে হস্তক্ষেপ করুক৷’
advertisement
তবে পৃথ্বীরাজ চৌহানই প্রথম নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা নত করছেন বলে একদিন আগেই সরব হয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 9:42 PM IST








