রাতে খাওয়া দাওয়ার পর সোজা বিছানায় চলে যান ঘুমোতে? অথবা চোখ রাখেন স্মার্টফোনের স্ক্রিনে? এতে আপনার ত্বক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়৷ ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় আপনাকে রাখতেই হবে ত্বকের যত্নে৷ ক্লেঞ্জিং-টোনিং-ময়শ্চরাইজিং-এই তিনটে পর্ব একান্ত জরুরি৷ ত্বকের সঙ্গে মানানসই উপকরণ আছে এমন জিনিস ব্যবহার করুন রূপচর্চায়৷ এই টুকু না করে ত্বকের কত ক্ষতি হয়, জানুন৷