Urine Problem: ঘন-ঘন প্রস্রাব হচ্ছে? ফেলে না-রেখে চিকিৎসকের কাছে যেতে হবে, শরীরে লুকিয়ে থাকতে পারে বড় কোনও রোগ!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Urine Problem: ঘন-ঘন প্রস্রাব অনেক রোগেরই উপসর্গ হতে পারে !
শরীর থেকে বিষাক্ত পদার্থ শরীরের বাইরে বেরিয়ে যায় মল অথবা মূত্রের মাধ্যমে। এক জন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অনেক বারই মূত্র ত্যাগ (Urination) করে। কিন্তু অনেকেই হয় তো সঠিক ভাবে জানেনই না যে, দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক। দিনে ১ থেকে ২ লিটার জল পান করলে ৬ থেকে ৭ বার প্রস্রাব হতে পারে। আর সেটা স্বাভাবিকও। কিন্তু যদি ঘন-ঘন অথবা দিনে ১০ থেকে ১৫ বার প্রস্রাব হয়, তা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। বাড়াতে পারে চিন্তা। কারণ শরীরে ঘাঁটি গেড়ে থাকা জটিল রোগের ইঙ্গিত দিতে পারে এই সমস্যা। তাই জেনে নেওয়া যাক, ঘন-ঘন প্রস্রাব হওয়া কোন কোন জটিল রোগের উপসর্গ। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement