Fashion Jewellery: পোশাকের সঙ্গে মানানসই গয়না, পাট-পুতি-অক্সিডাইজ দিয়ে তৈরি, অপূর্ব দেখতে, পরলেই নজর কাড়বে, কোথায় পাবেন জানুন
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
জুয়েলারি তৈরিতে অনন্য নজির গড়ছেন। গ্রামের মহিলাদের হাতে তৈরি এই গয়নার চাহিদা তুঙ্গে।
advertisement
গ্রাম থেকে শহর, এমনকি রাজ্য পেরিয়ে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে এই হ্যান্ডক্রাফটেড জুয়েলারি। শুধু ডিজাইনের অভিনবত্বই নয়, প্রতিটি টুকরোয় লুকিয়ে আছে হস্তশিল্পের সূক্ষ্ম ছোঁয়া। অক্সিডাইজড থেকে শুরু করে সম্পূর্ণ হ্যান্ডমেড গয়না, সবেতেই মিলছে ইউনিক ডিজাইন এবং সৃজনশীলতার নিখুঁত পরিচয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপ অঞ্চলের বড়কুলগাছি গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরিতে অনন্য নজির গড়ছেন। গ্রামের মহিলাদের হাতে তৈরি এই গয়নার চাহিদা তুঙ্গে। উৎসবের মরশুমে এই গয়নাগুলি পাড়ি দিচ্ছে লখনউ, মুম্বই, রাজস্থান, কেরল, দিল্লি-সহ দেশের নানা প্রান্তে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
বড়কুলগাছির মহিলাদের হাতে তৈরি গয়নাগুলি আজ গ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। সৌন্দর্যের পাশাপাশি এই শিল্প বহু পরিবারের জীবিকার পথ খুলে দিয়েছে। যেখানে সোনার গয়না আজ হাতের নাগালের বাইরে, সেখানে গ্রামের মহিলাদের তৈরি হ্যান্ডমেড জুয়েলারিই হয়ে উঠেছে নতুন আশার আলো,নতুন রোজগারের রসদ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী







