Relationship: প্রেমে ভাটা পড়েছে? ঝিমিয়ে পড়া সম্পর্কে ফিরিয়ে আনুন নতুন জোয়ার, রইল টিপস

Last Updated:
Broken Love: কী করে প্রাণ ফিরিয়ে আনবেন মরে যাওয়া সেই সম্পর্কে৷ জানুন কিছু টিপস৷
1/9
প্রাণোচ্ছ্বল প্রেম অনেক সময়েই স্তিমিত হয়ে আসে৷ ভাটা পড়ে উচ্ছ্বাসে৷ যেন মনে হয় ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে সম্পর্ক৷ কী করে প্রাণ ফিরিয়ে আনবেন মরে যাওয়া সেই সম্পর্কে৷ জানুন কিছু টিপস৷
প্রাণোচ্ছ্বল প্রেম অনেক সময়েই স্তিমিত হয়ে আসে৷ ভাটা পড়ে উচ্ছ্বাসে৷ যেন মনে হয় ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে সম্পর্ক৷ কী করে প্রাণ ফিরিয়ে আনবেন মরে যাওয়া সেই সম্পর্কে৷ জানুন কিছু টিপস৷
advertisement
2/9
সব জিনিসেই সময় প্রয়োজন৷ সম্পর্কেও তাই৷ ধৈর্য ধরুন৷ সময় দিন৷ কিছু দিনের ভাটাপর্ব পেরিয়ে নতুন জোয়ারের ঢেউ নিশ্চয়ই আসবে সম্পর্কের সমীকরণে৷
সব জিনিসেই সময় প্রয়োজন৷ সম্পর্কেও তাই৷ ধৈর্য ধরুন৷ সময় দিন৷ কিছু দিনের ভাটাপর্ব পেরিয়ে নতুন জোয়ারের ঢেউ নিশ্চয়ই আসবে সম্পর্কের সমীকরণে৷
advertisement
3/9
সঙ্গীর মনের আবেগ বোঝার চেষ্টা করুন৷ তাঁর প্রতি সহমর্মিতার মনোভাব হারিয়ে ফেলবেন না৷ তাহলে দেখবেন অন্য দিকেও আপনার জন্য মনের টান রয়ে গিয়েছে৷
সঙ্গীর মনের আবেগ বোঝার চেষ্টা করুন৷ তাঁর প্রতি সহমর্মিতার মনোভাব হারিয়ে ফেলবেন না৷ তাহলে দেখবেন অন্য দিকেও আপনার জন্য মনের টান রয়ে গিয়েছে৷
advertisement
4/9
সাময়িক ভাবে যোগাযোগ কমে এলেও একে অপরের প্রতি বিশ্বাস হারাবেন না৷ সম্পর্কে আস্থা ও বিশ্বাস বজায় রাখুন৷
সাময়িক ভাবে যোগাযোগ কমে এলেও একে অপরের প্রতি বিশ্বাস হারাবেন না৷ সম্পর্কে আস্থা ও বিশ্বাস বজায় রাখুন৷
advertisement
5/9
সম্পর্ককে বদ্ধ হয়ে যেতে দেবেন না৷ যাতে আলোবাতাস খেলে, তার জন্য সম্পর্কের দরজা খুলে রাখুন৷ এতে বন্ধন মজবুত হবে৷
সম্পর্ককে বদ্ধ হয়ে যেতে দেবেন না৷ যাতে আলোবাতাস খেলে, তার জন্য সম্পর্কের দরজা খুলে রাখুন৷ এতে বন্ধন মজবুত হবে৷
advertisement
6/9
ভুল হলে দুঃখপ্রকাশ করুন৷ একবার স্যরি বললে আপনি ছোট হয়ে যাবেন না৷ ক্ষমা করতে শিখুন৷ তার মানে এই নয় অন্যের ভুল নিজের ঘাড়ে নিয়ে নেবেন৷
ভুল হলে দুঃখপ্রকাশ করুন৷ একবার স্যরি বললে আপনি ছোট হয়ে যাবেন না৷ ক্ষমা করতে শিখুন৷ তার মানে এই নয় অন্যের ভুল নিজের ঘাড়ে নিয়ে নেবেন৷
advertisement
7/9
সম্পর্কে স্বকীয়তা ধরে রাখুন৷ সঙ্গীর প্রতি শ্রদ্ধা, সম্মান ও সম্ভ্রমে যেন চির না ধরে৷ তার মাঝেই দৈনন্দিন কাজের চাপে রঙিন মোড়কগুলি হারিয়ে ফেলবেন না৷
সম্পর্কে স্বকীয়তা ধরে রাখুন৷ সঙ্গীর প্রতি শ্রদ্ধা, সম্মান ও সম্ভ্রমে যেন চির না ধরে৷ তার মাঝেই দৈনন্দিন কাজের চাপে রঙিন মোড়কগুলি হারিয়ে ফেলবেন না৷
advertisement
8/9
খুব ছোট ছোট কাজেই ধরে রাখা যায় ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতা৷ হাত ধরে একসঙ্গে হাঁটলে বা কফিশপে মুখোমুখি বসে কথা বললেও কিন্তু একে অন্যের প্রতি ভালবাসা প্রকাশ করা সম্ভব৷
খুব ছোট ছোট কাজেই ধরে রাখা যায় ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতা৷ হাত ধরে একসঙ্গে হাঁটলে বা কফিশপে মুখোমুখি বসে কথা বললেও কিন্তু একে অন্যের প্রতি ভালবাসা প্রকাশ করা সম্ভব৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement