শীতকাল এলেই মনখারাপ? মরশুমি বিষণ্ণতা কাটিয়ে ফেলুন এই সহজ উপায়ে

Last Updated:
Winter Blues: শীত এলেই বিষণ্ণতা তাঁদের গ্রাস করে। সব সময় মনখারাপ যেন গ্রাস করে
1/7
শীতকাল অনেকের কাছেই আনন্দ উপভোগের সময়। আবার অনেকের কাছেই এই ঋতু মনখারাপের। শীত এলেই বিষণ্ণতা তাঁদের গ্রাস করে। সব সময় মনখারাপ যেন গ্রাস করে তাদের। ঘিরে থাকে তাদের। কীভাবে এই মরশুমি মনখারাপ থেকে ভাল থাকা যায়, রইল কিছু টিপস।
শীতকাল অনেকের কাছেই আনন্দ উপভোগের সময়। আবার অনেকের কাছেই এই ঋতু মনখারাপের। শীত এলেই বিষণ্ণতা তাঁদের গ্রাস করে। সব সময় মনখারাপ যেন গ্রাস করে তাদের। ঘিরে থাকে তাদের। কীভাবে এই মরশুমি মনখারাপ থেকে ভাল থাকা যায়, রইল কিছু টিপস।
advertisement
2/7
শীতের ভয়ে ঘরে চুপচাপ বসে থাকবেন না। জীবনে বৈচিত্র আনুন। আত্মীয়, পরিজন, বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। শীতে অনেক রকম অনুষ্ঠান ও পার্বণ হয়। সেগুলিতে যোগ দিন রুচি অনুযায়ী। একা না থেকে লোকজনের সান্নিধ্য উপভোগ করুন।
শীতের ভয়ে ঘরে চুপচাপ বসে থাকবেন না। জীবনে বৈচিত্র আনুন। আত্মীয়, পরিজন, বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। শীতে অনেক রকম অনুষ্ঠান ও পার্বণ হয়। সেগুলিতে যোগ দিন রুচি অনুযায়ী। একা না থেকে লোকজনের সান্নিধ্য উপভোগ করুন।
advertisement
3/7
খাবার বা ডায়েট নিয়ে সতর্ক থাকুন। শীত মানেই রোজ তেলমশলা দেওয়া মুখোরোচক খাবার নয়। বরং প্রচুর পরিমাণে তাজা ফল ও শাকসব্জি খান। পর্যাপ্ত জল রাখুন ডায়েটে।
খাবার বা ডায়েট নিয়ে সতর্ক থাকুন। শীত মানেই রোজ তেলমশলা দেওয়া মুখোরোচক খাবার নয়। বরং প্রচুর পরিমাণে তাজা ফল ও শাকসব্জি খান। পর্যাপ্ত জল রাখুন ডায়েটে।
advertisement
4/7
শীতকালে সকালে বিছানা ছাড়তে ইচ্ছে করে না। এতে শীতের কাঁপুনিও যেমন আছে, তেমনই আছে কম ঘুমের সমস্যা। পর্যাপ্ত ঘুম দরকার শীতকালেও।
শীতকালে সকালে বিছানা ছাড়তে ইচ্ছে করে না। এতে শীতের কাঁপুনিও যেমন আছে, তেমনই আছে কম ঘুমের সমস্যা। পর্যাপ্ত ঘুম দরকার শীতকালেও।
advertisement
5/7
বিষণ্নতা কাটাতে লোকজনের মাঝে থাকুন। দরকার হলে যোগ দিতে পারেন কোনও স্বেচ্ছাসেবী সংস্থায়। সমাজসেবার অভিজ্ঞতা হবে। আবার নতুন কাজের স্বাদও পাবেন।
বিষণ্নতা কাটাতে লোকজনের মাঝে থাকুন। দরকার হলে যোগ দিতে পারেন কোনও স্বেচ্ছাসেবী সংস্থায়। সমাজসেবার অভিজ্ঞতা হবে। আবার নতুন কাজের স্বাদও পাবেন।
advertisement
6/7
আমরা সকলেই ব্যস্ত। কিন্তু তার মাঝেই সময় বার করতে হবে। এটুকু অবসর আমাদের সকলেরই প্রয়োজন। কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে পারেন। আবার স্রেফ আড্ডা দিয়ে, সিনেমা দেখে, রেস্তরাঁয় খেয়েও কাটাতে পারেন শীতকাল।
আমরা সকলেই ব্যস্ত। কিন্তু তার মাঝেই সময় বার করতে হবে। এটুকু অবসর আমাদের সকলেরই প্রয়োজন। কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে পারেন। আবার স্রেফ আড্ডা দিয়ে, সিনেমা দেখে, রেস্তরাঁয় খেয়েও কাটাতে পারেন শীতকাল।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement