Snakes Fact: লাগবে না কার্বলিক অ্যাসিড! সাপের ভয়ঙ্কর যম 'এই' কালো দানা...! গন্ধ পেলেই দূর থেকেই বাপ বাপ বলে লেজ গুটিয়ে পালাবে 'বিষধর'
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Snakes Fact: বর্ষাকাল প্রায় শেষ হওয়ার দিকে৷ বাংলা থেকে শীঘ্রই বর্ষা বিদায় হচ্ছে৷ তবে বৃষ্টি অনবরত হয়েই চলেছে৷ বৃষ্টি পড়লেই ঘরে বিভিন্ন পোকামাকড় এবং সাপ প্রবেশ করে। এর পাশাপাশি সাপও প্রবেশ করতে শুরু করে।
advertisement
advertisement
advertisement
এর মধ্যে একটি হল কালো তিলের ধোঁয়া। কালো তিল পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া সাপ তাড়াতে অত্যন্ত কার্যকর। বাগেশ্বরের স্থানীয় মহিলা সন্তোষী দেবী লোকাল১৮-কে বলেন যে তিলের প্রাকৃতিক তেল এবং এর তীব্র গন্ধ সাপের ঘ্রাণশক্তিকে প্রভাবিত করে, যার ফলে তারা সেখানে থাকতে পারে না এবং নিজে থেকে পালিয়ে যেতে পারে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
