Tips & Tricks: করলা রান্নার সময় মেশান 'এক' চিমটে এই 'মশলা', মিনিটে দূর হবে তেতো স্বাদ, ছোট-বড় সবাই খাবে চেটেপুটে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Remove Bitterness of Bitter Gourd: করলা স্বাদে যতই তেতো হোক না কেন, এর পুষ্টিগুণ অসাধারণ। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, তাই ডাক্তাররাও করলা খাওয়ার পরামর্শ দেন। কিন্তু অতিরিক্ত তেতো স্বাদের কারণে অনেকেই করলা খেতে চান না। ফলে করলার উপকারিতা থাকা সত্ত্বেও তা এড়িয়ে চলেন অনেকে।
করলা স্বাদে যতই তেতো হোক না কেন, এর পুষ্টিগুণ অসাধারণ। আপনি যদি এটি প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করেন তবে আপনি কখনই অসুস্থ হবেন না। চিকিৎসকরা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের করলা খাওয়ার পরামর্শ দেন। কিন্তু অতিরিক্ত তেতো স্বাদের কারণে অনেকেই করলা খেতে চান না। ফলে করলার উপকারিতা থাকা সত্ত্বেও তা এড়িয়ে চলেন অনেকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৩. নুন যোগ করুন: করলার তিক্ততা নুন দিয়েও দূর করা যায়। নুনে উপস্থিত খনিজ উপাদান করলার তেতো রস দূর করে। এর জন্য করলার মধ্যে নুন দিন এবং একটি পাত্রে ২০ থেকে ৩০ মিনিট রাখুন। কিছুক্ষণ পর দেখবেন করলা থেকে জল ছাড়ছে। এটি করলার তেতো রস। ৩০ মিনিট পর করলা থেকে সব জল বেরিয়ে এলে এর সবজি তৈরি করুন। এই প্রক্রিয়ার পরে, করলা দিয়ে তৈরি সবজি বানালে তেতো স্বাদ পাবে না।
advertisement
advertisement
advertisement
৬. পেঁয়াজ এবং মৌরির ব্যবহার: করলা ভাজা বানাতে চাইলে পেঁয়াজ ও মৌরি ব্যবহার করুন। এক্ষেত্রে করলা ছোট ছোট করে কেটে নিন। তারপর প্রথমে তেলে মৌরি দিন তারপর ছোট তিনটি পেঁয়াজের ছোট টুকরো দিন। এবার কিছুক্ষণ ভাজুন। এরপর করলার ছোট টুকরো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভেজে নিন। এতে করে আপনার করলার স্বাদ তেতো হবে না।
advertisement