Arbaaz Khan: ২৩ বছর পর আবারও বাবা হলেন আরবাজ খান, ছেলে না মেয়ে! কার মতো দেখতে হল একরত্তিকে?

Last Updated:

Arbaaz Khan: বলিউডে বিরাট সুখবর৷ বাবা হলেন বলিউড অভিনেতা আরবাজ খান৷ দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন মালাইকার প্রাক্তন স্বামী৷ আরবাজ ও তার স্ত্রী সুরা খান তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

News18
News18
মুম্বই: বলিউডে বিরাট সুখবর৷ বাবা হলেন বলিউড অভিনেতা আরবাজ খান৷ দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন মালাইকার প্রাক্তন স্বামী৷ আরবাজ ও তার স্ত্রী সুরা খান তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। ৪ অক্টোবর, বৃহস্পতিবার সুরাকে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ ও সুরা খান৷ বিয়ের বছর ঘোরার আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছিলেন৷ চলতি বছরের অগাস্টেই সেই খবরে সিলমোহর দেন তারকা দম্পতি৷ কবে আসবে নতুন অতিথি? তা নিয়ে চলছিল গুঞ্জন৷ এবার সেই অপেক্ষার অবসান হল৷ রবিবার, ৫ অক্টোবর তাদের কোলে আলো করে এসেছে কন্যা সন্তান৷ রবিবার মেয়ের জন্ম দিয়েছেন সুরা।
advertisement
আরও পড়ুন-মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় এই ৪ রাশি…! চাকরিতে প্রমোশন, বাড়বে মোটা টাকা বেতন, লক্ষ্মীর আশীর্বাদে উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, আপনার ভাগ্যে কী
পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে সলমান খানও পানভেল ফার্মহাউস থেকে আসছেন। সম্প্রতি, এই দম্পতি জমকালোভাবে শশুরার বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন । বর্তমানে ‘বিগ বস ১৯’ এবং ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত সলমন খান ব্যক্তিগতভাবে উদযাপনে যোগ দেওয়ার জন্য সময় বের করে নিয়েছিলেন। ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের দ্বারা বেষ্টিত সালমান কঠোর নিরাপত্তার মধ্যে উপস্থিত হয়ে একটি আকর্ষণীয় প্রবেশ করেন। অনুষ্ঠানের অভিনেতার একটি ভিডিও শীঘ্রই ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন-রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো…! ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার, মা লক্ষ্মী রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, চরম বিপর্যয়ে জীবন ছারখার
বেবি শাওয়ারে, আরবাজ এবং শুরাকে হলুদ রঙের পোশাকে অসাধারণ লাগছিল। তিনি একটি ফ্লোয়িং গাউনে মুগ্ধ হয়েছিলেন, আর আরবাজ সাদা ট্রাউজারের সঙ্গে ম্যাচিং শার্টে নিখুঁতভাবে সেজেছিলেন৷ উল্লেখ্য,  এর আগে মালাইকা অরোরার সঙ্গে বিবাহিত আরবাজের ২২ বছর বয়সী ছেলে আরহান খান রয়েছে। বিবাহিত জীবনের ১৯ বছর পর ২০১৭ সালে তারা আলাদা হয়ে যান কিন্তু তারা উভয়েই আন্তরিক সহ-অভিভাবকত্বের সম্পর্ক বজায় রেখেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে আরবাজ এবং সুরা বিয়ে করেন। দীর্ঘ ২৩ বছর পর ফের দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান৷ বলিউড অভিনেতা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arbaaz Khan: ২৩ বছর পর আবারও বাবা হলেন আরবাজ খান, ছেলে না মেয়ে! কার মতো দেখতে হল একরত্তিকে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement