ঘর মোছার সময় জলে শুধু মেশান এই দুটি সস্তার উপকরণ, রান্নাঘরের কাছে ঘেঁষতে পারবে না একটাও পিঁপড়ে, মাছি কিংবা আরশোলা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How to mop at home: মশা বেশিরভাগ সময়ই মশাবাহিত রোগের বিপদ বয়ে নিয়ে আসে। এই পরিস্থিতিতে ঘরের আশপাশে থাকা নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা আবশ্যক। শুধু তা-ই নয়, ঘর-বাড়িও প্রতিনিয়ত সাফসুতরো রাখা আবশ্যক। তাই ঘর মোছার সময় বাজারে প্রাপ্ত ফ্লোর ক্লিনার লিক্যুইডই শুধু জলে মেশানো চলবে না। কারণ এর মধ্যে থাকে নানাবিধ রাসায়নিক।
অতিরিক্ত গরম পড়লে কখনও কখনও বৃষ্টি হয়। তাতে কয়েক দিনের জন্য হলেও স্বস্তি পান মানুষ। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশে বৃষ্টির জল জমতে শুরু করে দেয়। যার জেরে পিঁপড়ে, মশা-মাছি, পোকামাকড়ের বাড়বাড়ন্ত হয়। আসলে বৃষ্টি হলেই দেখা যায় যে, বাড়ির রান্নাঘর এবং শৌচাগারের নলের ভিতর দিয়ে ঘরে প্রবেশ করছে পিঁপড়ে, মশা-মাছি ইত্যাদি। এই ভাবে এই সমস্ত পোকামাকড় খাবারদাবারকে সংক্রমিত করে তোলে।
advertisement
আবার মশা বেশিরভাগ সময়ই মশাবাহিত রোগের বিপদ বয়ে নিয়ে আসে। এই পরিস্থিতিতে ঘরের আশপাশে থাকা নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা আবশ্যক। শুধু তা-ই নয়, ঘর-বাড়িও প্রতিনিয়ত সাফসুতরো রাখা আবশ্যক। তাই ঘর মোছার সময় বাজারে প্রাপ্ত ফ্লোর ক্লিনার লিক্যুইডই শুধু জলে মেশানো চলবে না। কারণ এর মধ্যে থাকে নানাবিধ রাসায়নিক। এর পাশাপাশি ঘর মোছার জলে যোগ করতে হবে স্বল্প পরিমাণে ফিটকিরি। জেনে নেওয়া যাক, এই উপাদান ঘর মোছার জলে মেশালে কী কী হতে পারে। Representative Image
advertisement
ঘর মোছার সময় জলে এই ২ উপাদান মেশালে মুক্তি মিলবে পোকামাকড়ের উপদ্রব থেকে: ১. প্রত্যেক দিন ঘরদোর মোছা উচিত। রাসায়নিক কীটনাশক কিংবা ফ্লোর ক্লিনার লিক্যুইডের পরিবর্তে বরং ঘর মোছার সময় জলে যোগ করতে হবে স্বল্প পরিমাণ ফিটকিরি এবং লেবুর রস। ২. ফিটকিরি ব্যবহার করলে তা পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে মুক্তি দেয়। এটি আসলে কীটনাশক হিসেবেই কাজ করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ধর্মী উপাদান। তাই ফিটকিরি ব্যবহার করে ঘর মুছলে সমস্ত পোকামাকড়, মাছি, পিঁপড়ে এবং আরশোলা নিমেষে পালাবে। Representative Image
advertisement
advertisement
৪. পিঁপড়ে, মাছি এবং অন্যান্য পোকামাকড়ের উপদ্রব প্রতিরোধ করতে লেবুর জুড়ি মেলা ভার। তাই নিয়মিত ঘর মোছার সময় জলে ফিটকিরির গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই দুই উপাদানেরই তীব্র গন্ধ রয়েছে। যা ঘর থেকে ছোট ছোট পোকামাকড় দূর করে। এটি দুর্দান্ত, শক্তিশালীএবং প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। এই মিশ্রণ ব্যবহার করে রোজ ঘরদোর মোছা হলে বাড়ি জীবাণু মুক্ত থাকবে এবং কীট-পতঙ্গের উপদ্রব থেকেও সুরক্ষিত থাকবে। Representative Image
advertisement