Potassium Filled Vegetable: শীতের কয়েক মাসই পাবেন এই সবুজ 'অমৃত' সবজি, পটাশিয়ামের ভাণ্ডার, দূরে রাখে ক্যানসারের মতো মারণ রোগ, খেলে সুস্থ থাকবেন, গ্যারান্টি

Last Updated:
নিয়মিত এই সবজি খেলে পাবেন অনেক উপকার! মারণব্যধিও থাকবে দূরে! জানুন
1/6
শীতের কয়েক মাসই পাবেন এই সবজি৷ খেলে হাজার রোগ দূর৷
শীতের কয়েক মাসই পাবেন এই সবজি৷ খেলে হাজার রোগ দূর৷
advertisement
2/6
ব্রকলিতে চর্বি ও ক্যালরি কম কিন্তু আঁশ বেশি। তাই বেশি করে ব্রকলি খেলে ক্ষতি নেই। বেশি লৌহ থাকায় ডায়েটের সময় ব্রোকলি থেকে শরীর হয়ে উঠে তরতাজা।
ব্রকলিতে চর্বি ও ক্যালরি কম কিন্তু আঁশ বেশি। তাই বেশি করে ব্রকলি খেলে ক্ষতি নেই। বেশি লৌহ থাকায় ডায়েটের সময় ব্রোকলি থেকে শরীর হয়ে উঠে তরতাজা।
advertisement
3/6
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান,
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, "ব্রকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বায়োঅ্যাক্টিভ যৌগ। এইসব যৌগ ক্যানসারের ঝুঁকি কমায়। এমনকি স্তন ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধেও ব্রকলি উপকারী।"
advertisement
4/6
ব্রকলি প্রাকৃতিক ডিটক্স হিসেবে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা স্নায়ুতন্ত্র ভাল রাখে। সর্দি-কাশিও ঠেকাতে পারে ব্রকলি।
ব্রকলি প্রাকৃতিক ডিটক্স হিসেবে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা স্নায়ুতন্ত্র ভাল রাখে। সর্দি-কাশিও ঠেকাতে পারে ব্রকলি।
advertisement
5/6
গ্যাসট্রিক আলসার প্রতিরোধে দারুণ কার্যকর ব্রকলি। এতে সালফরাফেন নামের উপাদান থাকে যা গ্যাসট্রিক অ্যালসার ও ক্যানসার প্রতিরোধ করে।
গ্যাসট্রিক আলসার প্রতিরোধে দারুণ কার্যকর ব্রকলি। এতে সালফরাফেন নামের উপাদান থাকে যা গ্যাসট্রিক অ্যালসার ও ক্যানসার প্রতিরোধ করে।
advertisement
6/6
এটি চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। ব্রকলিতে থাকা ভিটামিন সি ত্বক সুন্দর করে। এ ছাড়া এতে ডায়াটারি আঁশ থাকায় কোষ্ঠকাঠিণ্য প্রতিরোধ করে।
এটি চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। ব্রকলিতে থাকা ভিটামিন সি ত্বক সুন্দর করে। এ ছাড়া এতে ডায়াটারি আঁশ থাকায় কোষ্ঠকাঠিণ্য প্রতিরোধ করে।
advertisement
advertisement
advertisement