Gout Pain Relief: ফলের বীজে লুকিয়ে উপকার, গেঁটে বাত শরীর থেকে তাড়িয়ে ছাড়বে, হজম শক্তি বাড়িয়ে পেট করবে সাফ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
স্বাদে টক ফল, স্বাস্থ্য গুণে ভরপুর। স্বাদের থেকে গুণে ভরা এই ফল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা মনে করেন, পরিপক্ক কুসুম ফলের বহু গুন রয়েছে। ঠান্ডা লাগা, কফ নাশ করতে গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এছাড়াও এই গাছের ছাল ও ফলের বীজেরও বেশ গুন রয়েছে।পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, এই গাছের ফল থেকে বিশেষ ভাবে প্রস্তুত তেল শরীরের নানা উপকার দেয়। পাশাপাশি গাছের ছাল থেকে বাতের আয়ুর্বেদিক ঔষুধ তৈরি হয়। তাই মরশুমী এই ফল খাওয়া উচিত।
advertisement