Gout Pain Relief: ফলের বীজে লুকিয়ে উপকার, গেঁটে বাত শরীর থেকে তাড়িয়ে ছাড়বে, হজম শক্তি বাড়িয়ে পেট করবে সাফ

Last Updated:
স্বাদে টক ফল, স্বাস্থ্য গুণে ভরপুর। স্বাদের থেকে গুণে ভরা এই ফল।
1/7
জঙ্গলমহলের অত্যন্ত পরিচিত এই ফল। স্বাস্থ্যগুণে বেশ ভরপুর। তবে বর্তমানে লুপ্তপ্রায় এই উদ্ভিদ। (রঞ্জন চন্দ)
জঙ্গলমহলের অত্যন্ত পরিচিত এই ফল। স্বাস্থ্যগুণে বেশ ভরপুর। তবে বর্তমানে লুপ্তপ্রায় এই উদ্ভিদ। (রঞ্জন চন্দ)
advertisement
2/7
জঙ্গলমহল ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় দেখতে মেলে কুসুম গাছ। এক গাছের ছাল বা বাকল, ফল, ফলের বীজ অত্যন্ত উপকারী।
জঙ্গলমহল ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় দেখতে মেলে কুসুম গাছ। এক গাছের ছাল বা বাকল, ফল, ফলের বীজ অত্যন্ত উপকারী।
advertisement
3/7
গোল গোল দেখতে এই ফল। ভেতরে শাঁসালো, মত খোসা যুক্ত এই ফল। খেতে টক স্বাদের হলেও স্বাস্থ্য গুণে ভরপুর।
গোল গোল দেখতে এই ফল। ভেতরে শাঁসালো, মত খোসা যুক্ত এই ফল। খেতে টক স্বাদের হলেও স্বাস্থ্য গুণে ভরপুর।
advertisement
4/7
কুসুম ফল হজমশক্তি বৃদ্ধি করে, খিদে বাড়ায়। মূলত গরমের সময় এই পাকা ফল খেলে বেশ উপকারী স্বাস্থ্যের জন্যে।
কুসুম ফল হজমশক্তি বৃদ্ধি করে, খিদে বাড়ায়। মূলত গরমের সময় এই পাকা ফল খেলে বেশ উপকারী স্বাস্থ্যের জন্যে।
advertisement
5/7
বিশেষজ্ঞরা মনে করেন, পরিপক্ক কুসুম ফলের বহু গুন রয়েছে। ঠান্ডা লাগা, কফ নাশ করতে গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এছাড়াও এই গাছের ছাল ও ফলের বীজেরও বেশ গুন রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, পরিপক্ক কুসুম ফলের বহু গুন রয়েছে। ঠান্ডা লাগা, কফ নাশ করতে গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এছাড়াও এই গাছের ছাল ও ফলের বীজেরও বেশ গুন রয়েছে।
advertisement
6/7
বিশেষজ্ঞরা মনে করেন, পরিপক্ক কুসুম ফলের বহু গুন রয়েছে। ঠান্ডা লাগা, কফ নাশ করতে গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এছাড়াও এই গাছের ছাল ও ফলের বীজেরও বেশ গুন রয়েছে।পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, এই গাছের ফল থেকে বিশেষ ভাবে প্রস্তুত তেল শরীরের নানা উপকার দেয়। পাশাপাশি গাছের ছাল থেকে বাতের আয়ুর্বেদিক ঔষুধ তৈরি হয়। তাই মরশুমী এই ফল খাওয়া উচিত।
বিশেষজ্ঞরা মনে করেন, পরিপক্ক কুসুম ফলের বহু গুন রয়েছে। ঠান্ডা লাগা, কফ নাশ করতে গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এছাড়াও এই গাছের ছাল ও ফলের বীজেরও বেশ গুন রয়েছে।পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, এই গাছের ফল থেকে বিশেষ ভাবে প্রস্তুত তেল শরীরের নানা উপকার দেয়। পাশাপাশি গাছের ছাল থেকে বাতের আয়ুর্বেদিক ঔষুধ তৈরি হয়। তাই মরশুমী এই ফল খাওয়া উচিত।
advertisement
7/7
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, এই গাছের ফল থেকে বিশেষ ভাবে প্রস্তুত তেল শরীরের নানা উপকার দেয়। পাশাপাশি গাছের ছাল থেকে বাতের আয়ুর্বেদিক ঔষুধ তৈরি হয়। তাই মরশুমী এই ফল খাওয়া উচিত।
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, এই গাছের ফল থেকে বিশেষ ভাবে প্রস্তুত তেল শরীরের নানা উপকার দেয়। পাশাপাশি গাছের ছাল থেকে বাতের আয়ুর্বেদিক ঔষুধ তৈরি হয়। তাই মরশুমী এই ফল খাওয়া উচিত।
advertisement
advertisement
advertisement