Liver Problem Medicinal Plant: রাস্তার পাশে অনাদরে কোটি কোটি টাকার মহৌষধি, চিনে খেতে পারলেই লিভারের সব সমস্যা উধাও, ডায়াবেটিস জব্দ
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
শরীরে কি আয়রনের ঘাটতি রয়েছে? এই গাছ লোহার পাওয়ার হাউজ, জেনে নিন এর অলৌকিক উপকারিতা|
সারা ভারতে এমন গাছপালা পাওয়া যায়, যা ঔষধি গুণে ভরপুর। রাস্তার পাশে অনাদরে-অবহেলায় বেড়ে ওঠা গাছও কিন্তু আয়ুর্বেদিক গুণে সমৃদ্ধ হতে পারে। অথচ এর বিষয়ে মানুষ ওয়াকিবহাল না হওয়ায় তা ব্যবহার করা হয়ে ওঠে না। ভারতীয় আয়ুর্বেদশাস্ত্র তো অত্যন্ত জনপ্রিয়। আর এই ক্ষেত্রে ব্যবহৃত ভেষজের গুণাগুণও অসাধারণ। আজ এমনই এক ভেষজের অলৌকিক উপকারিতার কথাই জেনে নেওয়া যাক।
advertisement
কথা হচ্ছে কালমেঘ (Andrographis Paniculata)-এর বিষয়ে। যা সবুজ চিরতা নামেও পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে জন্মায় এই ঔষধি গাছটি। যা ঔষধি গুণে পরিপূর্ণ এবং আয়ুর্বেদে একটি বিশেষ স্থান অর্জন করেছে। আর কালমেঘের উপকারিতার কথা তো সকলেরই জানা। তা-ও আরও একবার বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া যাক এই গাছের গুণাগুণের কথা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডায়াবেটিস এবং হজমের সমস্যার জন্য:ড. প্যাটেলের মতে, এই ওষুধটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে, কালমেঘের উপকারিতা তখনই পাওয়া যায়, যখন এটি সঠিক পরিমাণে ব্যবহার করা হয়। আর মাথায় রাখতে হবে, যে কোনও আয়ুর্বেদিক ওষুধ সেবন করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।