ভিটামিন ডি-র খনি! ক্যালসিয়ামে ঠাসা, হার্ট রাখে ভাল,তবে ঝালে-ঝোলে নয়! কী ভাবে খেতে হবে ইলিশ?
- Published by:Tias Banerjee
Last Updated:
Ilish: ইলিশ যেন স্বাদে মাতায়, কিন্তু শরীরে বিপদ না ডেকে আনে। কী ভাবে খেলে ইলিশ সত্যিই হবে বর্ষার রূপালি রাজকন্যা? জানাচ্ছেন পুষ্টিবিদ।
advertisement
advertisement
🥄 কেন ইলিশ খাবেন? ইলিশ শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও দারুণ। ১০০ গ্রাম ইলিশে রয়েছে— ক্যালোরি: ৩১০–৩৩০ কিলোক্যালরি প্রোটিন: ২১–২৩ গ্রাম ফ্যাট: ২২–২৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: ২–২.৫ গ্রাম ক্যালসিয়াম: ২৫০–৩০০ মিলিগ্রাম আয়রন ও পটাশিয়াম: ১–১.৫ ও ২৫০–৩০০ মিলিগ্রাম এছাড়াও থাকে প্রচুর ভিটামিন ডি, কিছুটা ভিটামিন এ। অর্থাৎ, হাড় থেকে শুরু করে হার্ট, চোখ থেকে শুরু করে মস্তিষ্ক—ইলিশের স্পর্শে সবারই ঘর সাজে।
advertisement
❤️ কোন রোগে উপকারী? হার্ট ভালো রাখে: কম স্যাচুরেটেড ফ্যাট, বেশি ওমেগা থ্রি—ফলে ট্রাইগ্লিসারাইড ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হাড় ও পেশি মজবুত করে: ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়ে জোর আনে, প্রোটিন পেশি গঠনে সাহায্য করে। <strong>মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়</strong>: ডিএইচএ নামক ফ্যাটি অ্যাসিড শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, বার্ধক্যে ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্সের ঝুঁকি কমায়।
advertisement
advertisement
পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মতে, উপকারী হলেও ইলিশ মাছ প্রতিদিন খাওয়ার মতো নয়। নিয়ম করে সপ্তাহে এক বা দু’দিন এক থেকে দুই পিস ইলিশ খেলেই যথেষ্ট। কারণ, এই মাছে ফ্যাটের পরিমাণ তুলনামূলক ভাবে বেশি। যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন বা যাঁদের ফ্যাটজাতীয় খাবার খাওয়ায় বিধিনিষেধ রয়েছে, তাঁদের জন্য এই মাছ সীমিত পরিমাণেই উপযুক্ত।
advertisement
advertisement
