Thankuni Pata Health Benefits: পেয়ে যাবেন বাড়ির কাছেই আগাছার জঙ্গলে! অবহেলার জংলা পাতার রসেই সারবে পুরনো আমাশা, পগারপার পেটের রোগ

Last Updated:
Thankuni Pata Health Benefits:বাজারে তো কিনতে পাওয়াই যায়৷ খুঁজলে বাড়ির চারপাশেও পেতে পারেন৷ এই পাতার রসে সেরে যায় একাধিক শারীরিক জটিলতা৷ বহু সমস্যার মহৌষধ এই পাতার ওষধি গুণ৷
1/6
ঝোপঝাড়ে অবহেলায় বেড়ে ওঠে ভেষজের আধার ওষধি৷ সেরকমই একটি পাতা হল থানকুনি পাতা৷ বাজারে তো কিনতে পাওয়াই যায়৷ খুঁজলে বাড়ির চারপাশেও পেতে পারেন৷
ঝোপঝাড়ে অবহেলায় বেড়ে ওঠে ভেষজের আধার ওষধি৷ সেরকমই একটি পাতা হল থানকুনি পাতা৷ বাজারে তো কিনতে পাওয়াই যায়৷ খুঁজলে বাড়ির চারপাশেও পেতে পারেন৷
advertisement
2/6
এই পাতার রসে সেরে যায় একাধিক শারীরিক জটিলতা৷ বহু সমস্যার মহৌষধ এই পাতার ওষধি গুণ৷ সকালে খালি পেটে খান থানকুনি পাতার রস বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
এই পাতার রসে সেরে যায় একাধিক শারীরিক জটিলতা৷ বহু সমস্যার মহৌষধ এই পাতার ওষধি গুণ৷ সকালে খালি পেটে খান থানকুনি পাতার রস বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
advertisement
3/6
 পেটের রোগে বিশেষ করে পুরনো আমাশয় সারাতে থানকুনি পাতার রস অব্যর্থ৷ পেটের আলসার সারাতেও খুবই কার্যকর এই পাতা৷
পেটের রোগে বিশেষ করে পুরনো আমাশয় সারাতে থানকুনি পাতার রস অব্যর্থ৷ পেটের আলসার সারাতেও খুবই কার্যকর এই পাতা৷
advertisement
4/6
থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বাঁধার সমস্যায় রক্ত প্রবাহ ঠিকমতো হয় না। থানকুনি পাতা খেলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বাঁধার সমস্যায় রক্ত প্রবাহ ঠিকমতো হয় না। থানকুনি পাতা খেলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
advertisement
5/6
থানকুনি পাতার রসে বজায় থাকে ত্বক ও চুলের জেল্লা৷ কমায় চুল পড়ার সমস্যা৷ এর মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এই উপাদানগুলি চুলের গোড়া মজবুত করে। চুল ঘন করে।
থানকুনি পাতার রসে বজায় থাকে ত্বক ও চুলের জেল্লা৷ কমায় চুল পড়ার সমস্যা৷ এর মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এই উপাদানগুলি চুলের গোড়া মজবুত করে। চুল ঘন করে।
advertisement
6/6
থানকুনি পাতার রসে দূর হয় স্ট্রেস হরমোন৷ ফলে ডিপ্রেশন কেটে যায়৷ রাতে অনিদ্রার সমস্যা কেটে যায়৷ ত্বকের ক্ষত দ্রুত সারিয়ে তোলে থানকুনি পাতার রস৷
থানকুনি পাতার রসে দূর হয় স্ট্রেস হরমোন৷ ফলে ডিপ্রেশন কেটে যায়৷ রাতে অনিদ্রার সমস্যা কেটে যায়৷ ত্বকের ক্ষত দ্রুত সারিয়ে তোলে থানকুনি পাতার রস৷
advertisement
advertisement
advertisement