কলকাতা: গরমে হয়ে যাচ্ছেন নাজেহাল৷ কী করলে একটু স্বস্তি পাবেন, একটু বেশি হাওয়া ঘরের ঠিক কোনখানে সেই সব খুঁজছেন? নিজের ঘরের কোন দিকটায় বসলে বা শুলে একটু বেশি হাওয়া আসে সেটা খুজছেন? কিন্তু জানেন না বোধহয় খুব সহজেই কোনও ইলেকট্রিশিয়ান ছাড়াই আপনি আপনার এয়ার কুলারের স্পিড বাড়িয়ে নিতে পারেন৷ নিজেই ঠিক করে নিন আপনার এসি৷