Darjeeling News: দার্জিলিং যাচ্ছেন, সেরার সেরা মোমো পাবেন কোথায়? পড়ন্ত বিকেলে ধোঁয়া ওঠা গরম স্ন্যাক্স দেখলেই জিভে জল
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
শীতের আমেজে ধোঁয়া ওঠা মোমোর স্বাদে জমজমাটি আড্ডা! কোথায় জানেন
ইতিমধ্যেই শীতের আমেজে জমজমাট দার্জিলিং সেই অর্থে শীত উপভোগ করতে শৈলশহর জুড়ে পর্যটকদের ভিড়। পাহাড় মানেই পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে থাকে পাহাড়ের রানী দার্জিলিং এবং পাহাড় মানেই নেপালি জনজাতির হাতের তৈরি সেই বিখ্যাত মোমো। শীতের আমেজে হাতে গরম ধোঁয়ায় মোমোর আমেজে মাতোয়ারা পর্যটকেরা। (সুজয় ঘোষ)
advertisement
চলতি মাসেই তুষারপাতের পর শৈলশহর দার্জিলিং জুড়ে শীতের আমেজ। শহরের কোলাহল যানজট ছেড়ে বর্তমানে পাহাড়মুখী হয়েছে বহু পর্যটক। বাঙালি মানেই ভোজন রসিক৷ সেই অর্থে ঘোরার কথা আসলে খাওয়া-দাওয়া হবে না তা আবার হয় নাকি? বহু আগে দার্জিলিংয়ের মল রোডে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের রমরমা বাজার থাকলেও বর্তমানে সেই বাজার উঠিয়ে দেওয়া হয়েছে বর্তমানে সেই বাজার সরিয়ে আনা হয়েছে দার্জিলিংয়ের চক বাজারে।
advertisement
advertisement
advertisement
এই প্রসঙ্গে দার্জিলিং এর চকবাজারে এক মম বিক্রেতা আইসা তামাং বলেন শীত আসতেই শৈলশহরে ভিড় বাড়ছে পর্যটকদের সেই ক্ষেত্রে রমরমিয়ে ব্যবসা চলছে। বর্তমানে দার্জিলিংয়ের চকবাজারের এই স্ট্রিট ফুড কর্নারে মোমো চাউমিন এগ রোল থেকে শুরু করে নেপালি জনজাতির হাতের তৈরি বিভিন্ন খাবার রয়েছে, তবে এর মাঝেও পর্যটকদের মন জয় করছে দার্জিলিং এর বিখ্যাত মোমো। শীতের আমাজ মোমো খাওয়ার আনন্দ যেন পর্যটকদের কাছে এক অন্য মাত্র এনে দিয়েছে।
advertisement