Shiuli flowers: বাতের ব্যথা থেকে কফ, কাশি, বহু সমস্যার সমাধান শিউলি পাতা! সঠিক নিয়ম মেনে খেলেই মিলবে উপকার
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Shiuli flowers: কেবল মিষ্টি গন্ধ আর মন ভাল করে দেওয়া রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা কিন্তু নয়। বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল। এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস।
শিউলি ফুল জানান দেয় উমা আসছে।শিউলি ফুল প্রত্যেক মানুষের কাছে খুব প্রিয়।ছোটো আকারের কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিক মহ মহ করে ওঠে।কেবল মিষ্টি গন্ধ আর মন ভালো করে দেওয়া রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা কিন্তু নয়।বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল।এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস।
advertisement
advertisement
advertisement
advertisement









