Sundarban Tour: হেঁতাল, সুন্দরী, গরানের আড়ালে উঁকি দেয় রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন যাওয়ার আগে জেনে নিন বাঘ দর্শনের সেরা ঠিকানা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sundarban Tourism: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন পশ্চিমবঙ্গের দুই জেলা জুড়ে বিস্তৃত— উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। এই অঞ্চল প্রকৃতি, বন্যপ্রাণী আর অভিযানের জন্য বিশ্বের দরবারে সুপরিচিত।
advertisement
হরিখালি সুন্দরবনের উত্তর ২৪ পরগনা অংশের অন্যতম আকর্ষণীয় স্পট। ঘন ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে সরু খাঁড়ি বয়ে গেছে, যেখানে নৌকাভ্রমণ এক ভিন্ন রোমাঞ্চ এনে দেয়। এই এলাকায় রয়েল বেঙ্গল টাইগারের বিচরণ প্রায়ই চোখে পড়ে, পাশাপাশি বড় দলে চিত্রা হরিণও দেখা যায়। শীতকালে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এখানে এসে বসবাস করে।
advertisement
কালিতলা বসিরহাট রেঞ্জের একটি অনন্য স্পট, যেখানে লোকালয় আর সুন্দরবনের জঙ্গল পাশাপাশি অবস্থান করছে। একদিকে মানুষের বসতি, অন্যদিকে অরণ্যের ঘন সবুজ – এই বৈপরীত্য ভ্রমণকারীদের বিশেষভাবে আকর্ষণ করে। স্থানীয়দের নদী ও জঙ্গলের উপর নির্ভরশীল জীবনযাত্রা এখানে চোখে পড়ে। ফলে কালিতলা সুন্দরবনের উত্তর ২৪ পরগনা অংশের একটি বিশেষ চিহ্ন হয়ে উঠেছে।
advertisement
advertisement
সুন্দরবনের একটি জনপ্রিয় স্পট হল দোবাকি। এর প্রধান আকর্ষণ হলো বিখ্যাত ক্যানোপি ওয়াক, প্রায় ২০ ফুট উঁচু লোহার নেটের রাস্তা, যেখান থেকে পুরো জঙ্গলকে উপর থেকে দেখা যায়। বাঘ, হরিণ, বুনো শূকর ও নানা প্রজাতির পাখি পর্যবেক্ষণের জন্য এটি আদর্শ জায়গা। ফলে দোবাকি সুন্দরবন ভ্রমণের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এনে দেয়।
advertisement