Summer Health Tips: ফ্রিজ নয়, জল ঠান্ডা রাখার জন্য মাটির কলসি ব্যবহার করেন? কাছে ঘেঁষবে না ১৭টি বিপজ্জনক রোগ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Summer Health Tips: তীব্র গরমে স্বস্তি মেটাচ্ছে ঠান্ডা জল। কিন্তু ফ্রিজ বা বরফের ঠান্ডা জল স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তাহলে উপায়!
দক্ষিণবঙ্গ জুড়ে দারুণদহন জ্বালা। প্রতিদিন তাপমাত্রার পারদ বাড়ছে। তীব্র গরমে স্বস্তি মেটাচ্ছে ঠান্ডা জল। কিন্তু ফ্রিজ বা বরফের ঠান্ডা জল স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তাহলে উপায়! উপায় একটাই মাটির কলসের জল পান করুন গরমে। শরীর ও স্বাস্থ্য ভাল থাকতে এই তীব্র গরমে। মাটির কলসি জলে থাকে নানান ধরনের খনিজ পদার্থ। ফলে গ্রীষ্মকালে অবশ্যই পান করুন মাটির কলসির জল।
advertisement
advertisement
advertisement
মাটির কলসের জলের উপকারিতা নিয়ে স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক সাধন হাজরা জানান, 'গ্রীষ্মকালে অনেকেই স্বস্তি পেতে ঠান্ডা জল পান করে। তবে ফ্রিজের ঠান্ডা জল শরীরের পক্ষে উপযোগী নয়। শরীরের কথা মাথায় রেখে মাটির কলসি বা মাটির পাত্রে ঠান্ডা জল পান করা উচিত। কারণ মাটির কলসিতে জল প্রাকৃতিক উপায় ঠান্ডা হয়। ফলে এতে জলের পি এইচ ই লেভেল বজায় থাকে। এমনকি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এর মত খনিজ পদার্থ মাটির কলসের জলে পাওয়া যায়। যা আমাদের বদহজম সমস্যা দূর করে ত্বক উজ্জ্বল করে। এছাড়াও মাটির কলসির জলে অন্যান্য উপকার রয়েছে।'
advertisement
ওই চিকিৎসকের কথায়, মাটির কলসি জল পালন করলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বজায় থাকে। সবদিক থেকে গ্রীষ্মকালে ফ্রিজের ঠান্ডা জল পান করার পরিবর্তে মাটির কলসিতে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হওয়া জল পান করলে শরীর ভাল থাকবে। ফলে সময় যত এগোচ্ছে স্বাস্থ্য সচেতনতায় মাটির কলসি আবারও আগের মত বিক্রি শুরু হয়েছে। আর তাতেই গ্রীষ্মকালে লাভের মুখ দেখছে কুম্ভকারেরা। (তথ্য-সৈকত শী)