Summer Plant Care: গরম পড়তেই শুকিয়ে যাচ্ছে বাগান-ছাদ বাগানের গাছ? মানুন ছোট্ট 'ট্রিক', ডাল ভেঙে পড়বে ফুলে-ফলে, রইল বিশেষজ্ঞের টিপস
- Published by:Shubhagata Dey
Last Updated:
Summer Gardening Tips: গ্রীষ্মে গাছপালা যত্ন শুধুমাত্র জল দিয়ে হয় না। গাছপালা সামগ্রিক স্বাস্থ্য যত্ন নিতে হয়। কীভাবে করবেন এই পরিচর্যা? কৃষি বিশেষজ্ঞ যুবরাজ জাঙ্গলে একটি পদ্ধতি জানিয়েছেন, যাতে চরম গরমেও গাছ থাকবে একেবারে সতেজ।
advertisement
advertisement
*গাছপালায় সকালে বা সন্ধ্যায় জল দেওয়া উচিত। এ সময় মাটিতে একটু শীতলতা থাকে যাতে জল শিকড় পর্যন্ত ভালভাবে ভিজিয়ে দেয়, আর্দ্রতা বজায় থাকে। যদি বিকেলে গরমের সময় জল দেওয়া হয়, তবে এটি অবিলম্বে বাষ্পে পরিণত হয়। এতে গাছ পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা পায় না। যুবরাজ জঙ্গলে বলেন, গাছে জল দেওয়ার সময় সরাসরি স্প্রেয়ার ব্যবহার করলে গাছের জমে থাকা ধুলো ধুয়ে যাবে।
advertisement
advertisement
*শুধু গাছে জল দিলেই হবে না, তাদের সঠিক পুষ্টি দিতে হবে। গরমে জৈব সার ব্যবহার গাছকে ভালভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ১৫ দিন অন্তর গাছে কম্পোস্ট সার, কেঁচো সার বা অন্যান্য প্রাকৃতিক সার প্রয়োগ করলে সেগুলো শক্ত হবে। এ ছাড়া টবে থাকা গাছে প্রয়োজন অনুযায়ী নতুন মাটি দিতে হয়।
advertisement
advertisement
