Ambulance In Tea Garden Area: চা বলয়ের মানুষের দরজায় স্বাস্থ্যপরিষেবা! জলপাইগুড়িতে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

Last Updated:
Free Ambulance In Tea Garden Area: আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সহ এই মোবাইল মেডিকেল ইউনিটগুলি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পৌঁছে দেবে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যপরিষেবা।
1/5
ডুয়ার্সের দুর্গম চা বাগান এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যপরিষেবা আরও সহজলভ্য করতে বড় উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। চা বলয়ের বাসিন্দাদের জন্য শুরু হল স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট । মেটেলি ব্লকের ইনডং চা বাগান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
ডুয়ার্সের দুর্গম চা বাগান এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যপরিষেবা আরও সহজলভ্য করতে বড় উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। চা বলয়ের বাসিন্দাদের জন্য শুরু হল স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট । মেটেলি ব্লকের ইনডং চা বাগান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
2/5
জানা গিয়েছে, আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সহ এই মোবাইল মেডিকেল ইউনিটগুলি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পৌঁছে দেবে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যপরিষেবা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি থাকছে প্যাথলজি পরীক্ষা, ইসিজি-সহ বিভিন্ন মৌলিক চিকিৎসা সুবিধা। ছোটখাটো হাসপাতালের মতোই সাজানো এই ইউনিট ঘুরে ঘুরে পরিষেবা দেবে প্রত্যন্ত অঞ্চলে।
জানা গিয়েছে, আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সহ এই মোবাইল মেডিকেল ইউনিটগুলি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পৌঁছে দেবে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যপরিষেবা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি থাকছে প্যাথলজি পরীক্ষা, ইসিজি-সহ বিভিন্ন মৌলিক চিকিৎসা সুবিধা। ছোটখাটো হাসপাতালের মতোই সাজানো এই ইউনিট ঘুরে ঘুরে পরিষেবা দেবে প্রত্যন্ত অঞ্চলে।
advertisement
3/5
স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, চা বাগান এলাকার বহু মানুষ এখনও সামান্য চিকিৎসার জন্যও দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হন। জরুরি পরিস্থিতিতে আরও বেশি সমস্যায় পড়তে হয়। তাই তাঁদের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, চা বাগান এলাকার বহু মানুষ এখনও সামান্য চিকিৎসার জন্যও দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হন। জরুরি পরিস্থিতিতে আরও বেশি সমস্যায় পড়তে হয়। তাই তাঁদের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
advertisement
4/5
জেলা স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এই উদ্যোগ কার্যকর হলে চা বলয়ের জনস্বাস্থ্যের মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। রোগীরা দ্রুত চিকিৎসা পাবেন, প্রাথমিক রোগ নির্ণয় সহজ হবে, পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাও বাড়বে বলেই আশা প্রশাসনের।
জেলা স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এই উদ্যোগ কার্যকর হলে চা বলয়ের জনস্বাস্থ্যের মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। রোগীরা দ্রুত চিকিৎসা পাবেন, প্রাথমিক রোগ নির্ণয় সহজ হবে, পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাও বাড়বে বলেই আশা প্রশাসনের।
advertisement
5/5
ডুয়ার্সের চা বলয়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উন্নত স্বাস্থ্যসেবা। ভ্রাম্যমান চিকিৎসা ভ্যান চালু হওয়ায় সেই অপেক্ষার অবসান হবে বলেই মনে করছেন এলাকাবাসী।
ডুয়ার্সের চা বলয়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উন্নত স্বাস্থ্যসেবা। ভ্রাম্যমান চিকিৎসা ভ্যান চালু হওয়ায় সেই অপেক্ষার অবসান হবে বলেই মনে করছেন এলাকাবাসী।
advertisement
advertisement
advertisement