East Bardhaman News: পূর্ব বর্ধমানের একাধিক গ্রামে শিয়ালের উপদ্রব! একা মানুষ পেলেই... ভয়ে কাঁটা গ্রামবাসীরা

Last Updated:
Fox Attack: জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে শিয়াল আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা, মাঠের কাটতে যেতে ভয় পাচ্ছেন ক্ষেতমজুররা থেকে কৃষকরা। এবার গ্রামবাসীদের সচেতন করতে এলাকায় মাইকিং করল বন দফতর। শিয়াল দেখলে কিভাবে সতর্ক থাকবেন সেই সম্পর্কে সচেতন করে তারা গ্রামবাসীদের।
1/5
জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে শিয়াল আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা, মাঠের কাটতে যেতে ভয় পাচ্ছেন ক্ষেতমজুররা থেকে কৃষকরা। এবার গ্রামবাসীদের সচেতন করতে এলাকায় মাইকিং করল বন দফতর। শিয়াল দেখলে কিভাবে সতর্ক থাকবেন সেই সম্পর্কে সচেতন করে তারা গ্রামবাসীদের। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে শিয়াল আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা, মাঠের কাটতে যেতে ভয় পাচ্ছেন ক্ষেতমজুররা থেকে কৃষকরা। এবার গ্রামবাসীদের সচেতন করতে এলাকায় মাইকিং করল বন দফতর। শিয়াল দেখলে কিভাবে সতর্ক থাকবেন সেই সম্পর্কে সচেতন করে তারা গ্রামবাসীদের। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
পূর্ব বর্ধমানের সোনাপলাশি গ্রাম জুড়ে বেড়েছে শিয়ালের উপদ্রব। শুধু সোনাপলাশি নয় কুড়মুন,বলগোনা পাশাপাশি গ্রামগুলিতেও বেড়েছে উপদ্রব। ইতিমধ্যেই শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সোনাপলাশি গ্রামের দুজন। আতঙ্কে দলবদ্ধ ভাবে মাঠে কাজ করতে যাচ্ছেন ক্ষেতমজুররা।
পূর্ব বর্ধমানের সোনাপলাশি গ্রাম জুড়ে বেড়েছে শিয়ালের উপদ্রব। শুধু সোনাপলাশি নয় কুড়মুন,বলগোনা পাশাপাশি গ্রামগুলিতেও বেড়েছে উপদ্রব। ইতিমধ্যেই শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সোনাপলাশি গ্রামের দুজন। আতঙ্কে দলবদ্ধ ভাবে মাঠে কাজ করতে যাচ্ছেন ক্ষেতমজুররা।
advertisement
3/5
গ্রামবাসীদের অভিযোগ, আগে রাতের বেলায় মাঝে মাঝে শিয়াল বের হলেও লোকালয়ে আসত না কিন্তু এখন লোকালয়ে চলে আসছে শিয়াল। এমনকি শুধু রাতের বেলা নয় দিনের বেলাতেও লোকালয়ে এসে আক্রমণ করছে। রাত্রেবেলা তো বটেই দিনের বেলাতেও একা বেরোতে ভয়। মাঠে কী ভাবে কাজ করতে যাবেন বুঝতে পারছেন না। বিশেষত ছোটদের জন্য ভয় লাগছে।
গ্রামবাসীদের অভিযোগ, আগে রাতের বেলায় মাঝে মাঝে শিয়াল বের হলেও লোকালয়ে আসত না কিন্তু এখন লোকালয়ে চলে আসছে শিয়াল। এমনকি শুধু রাতের বেলা নয় দিনের বেলাতেও লোকালয়ে এসে আক্রমণ করছে। রাত্রেবেলা তো বটেই দিনের বেলাতেও একা বেরোতে ভয়। মাঠে কী ভাবে কাজ করতে যাবেন বুঝতে পারছেন না। বিশেষত ছোটদের জন্য ভয় লাগছে।
advertisement
4/5
বন দফতর এর পক্ষ থেকে কুড়মুন ও সোনাপলাশি এলাকার বাসিন্দাদের সচেতন করার জন্য মাইকিং করা হয়। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করা হয়, সন্ধ্যার পর একা নয়,দলবদ্ধভাবে থাকুন। ছেলে মেয়েরা টিউশন পড়তে গেলে তাদের সঙ্গে থেকে বাড়ি ফেরানোর ব্যবস্হা করুন। শিয়ালকে ভয় দেখানোর জন্য হাতে লাঠি রাখুন। তবে কখনওই শিয়ালদের লাঠি দিয়ে আঘাত করবেন না। এলাকায় বন্য জীবজন্তু দেখলে বন দফতরে খবর দিন। বন দফতর আপনাদের পাশে আছে।
বন দফতর এর পক্ষ থেকে কুড়মুন ও সোনাপলাশি এলাকার বাসিন্দাদের সচেতন করার জন্য মাইকিং করা হয়। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করা হয়, সন্ধ্যার পর একা নয়,দলবদ্ধভাবে থাকুন। ছেলে মেয়েরা টিউশন পড়তে গেলে তাদের সঙ্গে থেকে বাড়ি ফেরানোর ব্যবস্হা করুন। শিয়ালকে ভয় দেখানোর জন্য হাতে লাঠি রাখুন। তবে কখনওই শিয়ালদের লাঠি দিয়ে আঘাত করবেন না। এলাকায় বন্য জীবজন্তু দেখলে বন দফতরে খবর দিন। বন দফতর আপনাদের পাশে আছে।
advertisement
5/5
সোনাপলাশির বাসিন্দা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন,
সোনাপলাশির বাসিন্দা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, "শিয়ালের সংখ্যা খুবই বেড়ে গিয়েছে। আগে তারা ধান জমির কাঁকড়া, শামুক, মাছ খেত। এখন সে সব খাবার না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে। সন্ধ্যা নামলেই হাঁস, মুরগির খোঁজে বাড়ির দরজায় চলে আসছে। নদীর ধার, ক্যানেল, পুকুর পাড়ে তাদের দাপট অনেক বেশি। সেই সব জায়গায় একা কাউকে পেলে তার ওপর হামলা চালাচ্ছে শিয়ালরা। স্বাভাবিক ভাবেই তাদের আক্রমণের ভয়ে সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement