Jeans | Fashion: কেন নীল রঙেরই হয় ডেনিম? একসময় মজদুর-নাবিকেরা পরত এই পোশাক, হঠাৎ করেই ফ্যাশন ট্রেন্ড! জানেন কি কোথায় উৎপত্তি হয়েছিল জিন্সের!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জিন্স। কলেজ হোক কী বন্ধুর বাড়ি। জন্মদিনের পার্টি হোক কী বিয়ের বাড়ি। জিন্স এমন একটা পোশাক যা যখন খুশি, যেখানে খুশি পরে চলে যাওয়া যায়। সুবিধাজনক। আরামদায়ক। কিন্তু, জানেন কি, এই জিন্স, যাকে ছাড়া আজকাল আপনার একদম চলে না, তা আদৌ কোনওদিন ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠতে পারে তার ধারণাই ছিল না। কোথা থেকে কী ভাবে হয়েছিল জিন্সের জন্ম? আসুন জেনে নিই সেই গল্প।
জিন্স। কলেজ হোক কী বন্ধুর বাড়ি। জন্মদিনের পার্টি হোক কী বিয়ের বাড়ি। জিন্স এমন একটা পোশাক যা যখন খুশি, যেখানে খুশি পরে চলে যাওয়া যায়। সুবিধাজনক। আরামদায়ক। কিন্তু, জানেন কি, এই জিন্স, যাকে ছাড়া আজকাল আপনার একদম চলে না, তা আদৌ কোনওদিন ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠতে পারে তার ধারণাই ছিল না। কোথা থেকে কী ভাবে হয়েছিল জিন্সের জন্ম? আসুন জেনে নিই সেই গল্প।
advertisement
জিন্স কয়েক দশকের নয়, কয়েক শতকের পুরনো পোশাক। সেই জিন্স, যা এখন ফ্যাশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হয়, তা এক সময় শ্রমিকদের পোশাক ছিল। উনিশ শতকে জিন্স ফ্রান্সের NIMES শহরে প্রথম আবিষ্কৃত হয়। যে ফ্যাব্রিক থেকে জিন্স তৈরি করা হয়, তাকে ফরাসি ভাষায় বলা হয় 'Serge' বলা হয় এবং এটির নাম দেওয়া হয় 'Serge de Nimes'। 'de Nimes' তারপর সংক্ষিপ্ত হয়ে হয়ে ওঠে 'ডেনিম'। ধীরে ধীরে এই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। নাবিকদের এই পোশাক দারুণ পছন্দ হয়। লোকেরা তাদের সম্মান জানাতে এই নাবিকদের একটি ডাকনাম দিয়েছিল - জিন্স।
advertisement
১৮৫০ সাল নাগাদ, লেভি স্ট্রাস, নামের একজন জার্মান ব্যবসায়ী, জিন্সের উপরে নাম ছাপিয়ে তা ক্যালিফোর্নিয়ায় বিক্রি করা শুরু করে দেন। সেখানকার এক টেলার জ্যাকব ডেভিস তার প্রথম কাস্টোমার হন। উনি লেভি কাছ থেকে জিন্স কিনে তা অন্যদের কাছে বিক্রি করা শুরু করেন। সেই সময় সেখানকার কয়লা খনির শ্রমিকদের এই জিন্স বেশ পছন্দ হয়। কারণ এর কাপড় বাকি কাপড়ের তুলনায় অনেকটাই মোটা ছিল, তাতে তা সহজে ছিঁড়ে যেত না, আর আরামদায়কও হত বেশ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement