Phoron for Lentils: রাঁধুনি, জিরে, তেজপাতা, হিং...কোন ফোড়নে কোন ডাল রাঁধলে সেরা স্বাদ হবে? জেনে নিন ভাল রান্নার গোপন টিপস

Last Updated:
Phoron for Lentils: একই ডাল, তরকারি, ঝোল নানা রূপে ধরা দেয় ফোড়নের বৈচিত্রে
1/11
রান্না সুস্বাদু হয় ফোড়নের গুণে৷ বাঙালি রান্নায় ফোড়নের উপর অনেকটা নির্ভর করে রান্নার গুণ৷ বাড়ি ভেদে পাল্টে যায় ফোড়ন৷ পাল্টে যায় স্বাদও৷ একই ডাল, তরকারি, ঝোল নানা রূপে ধরা দেয় ফোড়নের বৈচিত্রে৷
রান্না সুস্বাদু হয় ফোড়নের গুণে৷ বাঙালি রান্নায় ফোড়নের উপর অনেকটা নির্ভর করে রান্নার গুণ৷ বাড়ি ভেদে পাল্টে যায় ফোড়ন৷ পাল্টে যায় স্বাদও৷ একই ডাল, তরকারি, ঝোল নানা রূপে ধরা দেয় ফোড়নের বৈচিত্রে৷
advertisement
2/11
কোন ডালে কী ফোড়ন দেবেন, সেটা জানতে চান অনেকেই৷ একাধিক বৈচিত্র থাকলেও কমবেশি একই মশলা ঘুরেফিরে আসে৷ মুসুর ডালে দিতে পারেন কালো জিরে, কাঁচালঙ্কা ফোড়ন৷ অনেক হেঁশেলে পড়ে রাঁধুনি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন৷
কোন ডালে কী ফোড়ন দেবেন, সেটা জানতে চান অনেকেই৷ একাধিক বৈচিত্র থাকলেও কমবেশি একই মশলা ঘুরেফিরে আসে৷ মুসুর ডালে দিতে পারেন কালো জিরে, কাঁচালঙ্কা ফোড়ন৷ অনেক হেঁশেলে পড়ে রাঁধুনি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন৷
advertisement
3/11
স্বাদ বদলাতে মাঝে মাঝে মুসুর ডালে দিতে পারেন মেথি, কালো জিরে, শুকনো লঙ্কার ফোড়নও৷ কোনও কোনও দিন এই কম্বিনেশনের মেথির বদলে দিন রসুন৷ যদি পেঁয়াজ দেন তাহলে অবশ্যই কালো জিরে, শুকনো লঙ্কা দিতে হবে মুসুর ডালে৷
স্বাদ বদলাতে মাঝে মাঝে মুসুর ডালে দিতে পারেন মেথি, কালো জিরে, শুকনো লঙ্কার ফোড়নও৷ কোনও কোনও দিন এই কম্বিনেশনের মেথির বদলে দিন রসুন৷ যদি পেঁয়াজ দেন তাহলে অবশ্যই কালো জিরে, শুকনো লঙ্কা দিতে হবে মুসুর ডালে৷
advertisement
4/11
মুগডাল ভেজে রান্না করতে হলে ফোড়ন দিন শুকনো লঙ্কা ও সাদা জিরে৷ অন্য কম্বিনেশনে দিতে পারেন তেজপাতা আর আদাবাটা৷ উচ্ছে বা করলা দিয়ে তিতোর ডাল বা লাউ দিয়ে করতে হলে মুগডালে দিন রাঁধুনি, মেথি, আদাবাটা ও কাঁচালঙ্কা৷
মুগডাল ভেজে রান্না করতে হলে ফোড়ন দিন শুকনো লঙ্কা ও সাদা জিরে৷ অন্য কম্বিনেশনে দিতে পারেন তেজপাতা আর আদাবাটা৷ উচ্ছে বা করলা দিয়ে তিতোর ডাল বা লাউ দিয়ে করতে হলে মুগডালে দিন রাঁধুনি, মেথি, আদাবাটা ও কাঁচালঙ্কা৷
advertisement
5/11
কাঁচা মুগডালের জন্য সেরা যুগলবন্দি হল সাদা জিরে ও কাঁচা লঙ্কা৷ অনেক গৃহিণী পছন্দ করেন পাঁচফোড়ন, কাঁচা লঙ্কার ফোড়নও৷
কাঁচা মুগডালের জন্য সেরা যুগলবন্দি হল সাদা জিরে ও কাঁচা লঙ্কা৷ অনেক গৃহিণী পছন্দ করেন পাঁচফোড়ন, কাঁচা লঙ্কার ফোড়নও৷
advertisement
6/11
আবার মাছের মাথা দিয়ে করলে আপনাকে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, অল্প পেঁয়াজবাটা, আদা ও রসুনবাটা৷ শীতকালে হরেক সবজি দিয়ে মুগডালের স্বাদ অপূর্ব৷ তাতে ফোড়ন দিন শুকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে৷
আবার মাছের মাথা দিয়ে করলে আপনাকে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, অল্প পেঁয়াজবাটা, আদা ও রসুনবাটা৷ শীতকালে হরেক সবজি দিয়ে মুগডালের স্বাদ অপূর্ব৷ তাতে ফোড়ন দিন শুকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে৷
advertisement
7/11
মটর ডালে দিন শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন৷ টক ডাল হলে পড়বে সর্ষে ও শুকনো লঙ্কা৷ মুলো দিয়ে রাঁধলে দিন শুকনো লঙ্কা ও কালো জিরে৷ লাউ, উচ্ছে বা করলা দিয়ে করলে দিন সর্ষে ফোড়ন৷
মটর ডালে দিন শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন৷ টক ডাল হলে পড়বে সর্ষে ও শুকনো লঙ্কা৷ মুলো দিয়ে রাঁধলে দিন শুকনো লঙ্কা ও কালো জিরে৷ লাউ, উচ্ছে বা করলা দিয়ে করলে দিন সর্ষে ফোড়ন৷
advertisement
8/11
বিউলির ডাল রান্না করলে ফোড়ন দিন মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদাবাটা ও হিং৷ সুবাসিত হিং ভাল লাগে অড়হর ডালেও৷ সঙ্গে দিতে হবে সাদা জিরে ও তেজপাতা৷
বিউলির ডাল রান্না করলে ফোড়ন দিন মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদাবাটা ও হিং৷ সুবাসিত হিং ভাল লাগে অড়হর ডালেও৷ সঙ্গে দিতে হবে সাদা জিরে ও তেজপাতা৷
advertisement
9/11
ছোলার ডাল হলে আদাবাটার সঙ্গে ফোড়ন পড়বে সাদা জিরে, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ ও শুকনো লঙ্কা৷
ছোলার ডাল হলে আদাবাটার সঙ্গে ফোড়ন পড়বে সাদা জিরে, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ ও শুকনো লঙ্কা৷
advertisement
10/11
অড়হড় ডালেও সাদা জিরে ফোড়ন দিন। সেই সঙ্গে সামান্য হিং, ধনে গুঁড়ো পড়বে। এর পর মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা ও টমেটো দেবেন। যদি দক্ষিণী কায়দায় করতে চান তাহলে দিন কালো সর্ষে ও কারিপাতা। তেঁতুলের ক্বাত্থ না পেলে এখানেও দিন টমেটো। সম্বরের মতো করতে চাইল মিশিয়ে দিন ডুমো ডুমো করে কেটে রাখা মরশুমি সবজি।
অড়হড় ডালেও সাদা জিরে ফোড়ন দিন। সেই সঙ্গে সামান্য হিং, ধনে গুঁড়ো পড়বে। এর পর মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা ও টমেটো দেবেন। যদি দক্ষিণী কায়দায় করতে চান তাহলে দিন কালো সর্ষে ও কারিপাতা। তেঁতুলের ক্বাত্থ না পেলে এখানেও দিন টমেটো। সম্বরের মতো করতে চাইল মিশিয়ে দিন ডুমো ডুমো করে কেটে রাখা মরশুমি সবজি।
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement