Meaty Rice: খেতে পুরো মাংসের মতো, ভাত রাঁধলেই মনে হবে বিরিয়ানি! এ কেমন চাল তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা?

Last Updated:
বিজ্ঞানীদের, এই চালের তৈরি ভাত খেলে মনে হবে মাংসই খাচ্ছেন৷ নতুন ধরনের এই চালের নাম দেওয়া হয়েছে মিটি রাইস৷ এই চালের বিষয়ে জানলে আপনি অবাকই হয়ে যাবেন৷
1/6
মাংস খেতে কার না ভাল লাগে৷ কিন্তু মাংস রান্নাও কি কম ঝক্কির? এবার বিজ্ঞানীরা এমন একটি চাল তৈরি করে ফেললেন, যা স্বাদ পুরো মাংসের মতো৷ অর্থাৎ আলাদা করে আর মাংস রান্নারই প্রয়োজন পড়বে না৷
মাংস খেতে কার না ভাল লাগে৷ কিন্তু মাংস রান্নাও কি কম ঝক্কির? এবার বিজ্ঞানীরা এমন একটি চাল তৈরি করে ফেললেন, যা স্বাদ পুরো মাংসের মতো৷ অর্থাৎ আলাদা করে আর মাংস রান্নারই প্রয়োজন পড়বে না৷
advertisement
2/6
বিজ্ঞানীদের, এই চালের তৈরি ভাত খেলে মনে হবে মাংসই খাচ্ছেন৷ নতুন ধরনের এই চালের নাম দেওয়া হয়েছে মিটি রাইস৷ এই চালের বিষয়ে জানলে আপনি অবাকই হয়ে যাবেন৷
বিজ্ঞানীদের, এই চালের তৈরি ভাত খেলে মনে হবে মাংসই খাচ্ছেন৷ নতুন ধরনের এই চালের নাম দেওয়া হয়েছে মিটি রাইস৷ এই চালের বিষয়ে জানলে আপনি অবাকই হয়ে যাবেন৷
advertisement
3/6
দক্ষিণ কোরিয়ার ইওনসেই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে এই হাইব্রিড চাল তৈরি করেছেন৷ এই চালে বিভিন্ন ধরনের মাংস মেশানো হয়েছে৷ বাদ যায়নি মাছও৷
দক্ষিণ কোরিয়ার ইওনসেই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে এই হাইব্রিড চাল তৈরি করেছেন৷ এই চালে বিভিন্ন ধরনের মাংস মেশানো হয়েছে৷ বাদ যায়নি মাছও৷
advertisement
4/6
বিজ্ঞানীদের দাবি, এই চাল দেখতে সাধারণ চালের মতো হলেও এর মধ্যে সাধারণ মাংসের তুলনায় ৮ শতাংশ বেশি প্রোটিন এবং ৭ শতাংশ বেশি ফ্যাট রয়েছে৷
বিজ্ঞানীদের দাবি, এই চাল দেখতে সাধারণ চালের মতো হলেও এর মধ্যে সাধারণ মাংসের তুলনায় ৮ শতাংশ বেশি প্রোটিন এবং ৭ শতাংশ বেশি ফ্যাট রয়েছে৷
advertisement
5/6
রান্না করার পরেও এই চালের ভাত ১১ দিন পর্যন্ত ভাল থাকে এবং সাধারণ তাপমাত্রাতেই রেখে দিলেও নষ্ট হয় না৷
রান্না করার পরেও এই চালের ভাত ১১ দিন পর্যন্ত ভাল থাকে এবং সাধারণ তাপমাত্রাতেই রেখে দিলেও নষ্ট হয় না৷
advertisement
6/6
সবথেকে বড় কথা, এই চাল চাষ করার প্রয়োজন হবে না৷ যুদ্ধের মতো আপতকালীন পরিস্থিতিতে এই চাল সহজেই কারখানায় উৎপাদন করা যাবে৷ সহজে অপুষ্টি মেটানোর ক্ষেত্রেও এই চাল অত্যন্ত উপকারী হবে বলে দাবি বিজ্ঞানীদের৷
সবথেকে বড় কথা, এই চাল চাষ করার প্রয়োজন হবে না৷ যুদ্ধের মতো আপতকালীন পরিস্থিতিতে এই চাল সহজেই কারখানায় উৎপাদন করা যাবে৷ সহজে অপুষ্টি মেটানোর ক্ষেত্রেও এই চাল অত্যন্ত উপকারী হবে বলে দাবি বিজ্ঞানীদের৷
advertisement
advertisement
advertisement