South Bengal Rain: আয় বৃষ্টি ঝেঁপে....আবার পাল্টাচ্ছে প্রকৃতির রূপ, অরণ্য সুন্দরীর নতুন চেহারা মনে দোলা দেবে

Last Updated:
আবার বৃষ্টির পূর্বাভাস? দুর্গাপুজোর আগে কেমন হবে এই ভুবন ভোলানো প্রকৃতির রূপ?
1/8
 নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার।
নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার।
advertisement
2/8
আর এই বৃষ্টিতেই অনন্য সুন্দরী ঝাড়গ্রামের সবুজ মোড়া জঙ্গল৷
আর এই বৃষ্টিতেই অনন্য সুন্দরী ঝাড়গ্রামের সবুজ মোড়া জঙ্গল৷
advertisement
3/8
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বৃষ্টি ভেজা শাল জঙ্গল
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বৃষ্টি ভেজা শাল জঙ্গল
advertisement
4/8
বর্ষায় অরণ্য সুন্দরীর শাল জঙ্গল ধারণ করেছে তার প্রকৃত চেহারা। সবুজ হয়ে উঠেছে প্রতিটি গাছের পাতা। দিনের বেলাতেও সবুজ পাতার ঘনত্বে অন্ধকার গ্রাস করছে জঙ্গলের মাটি।
বর্ষায় অরণ্য সুন্দরীর শাল জঙ্গল ধারণ করেছে তার প্রকৃত চেহারা। সবুজ হয়ে উঠেছে প্রতিটি গাছের পাতা। দিনের বেলাতেও সবুজ পাতার ঘনত্বে অন্ধকার গ্রাস করছে জঙ্গলের মাটি।
advertisement
5/8
সবুজ শাল জঙ্গলের পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্য। সবুজ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে সবুজ শাল জঙ্গলের চারিদিকে।
সবুজ শাল জঙ্গলের পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্য। সবুজ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে সবুজ শাল জঙ্গলের চারিদিকে।
advertisement
6/8
সবুজ শাল জঙ্গলের বুক চিরে চলে গেছে ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক। বৃষ্টি ভেজা জঙ্গলের মধ্যে ছুটে আসছে বহু গাড়ি। গাড়িতে থাকা যাত্রীদের মন জয় করেছে বৃষ্টি ভেজা এই জঙ্গল।
সবুজ শাল জঙ্গলের বুক চিরে চলে গেছে ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক। বৃষ্টি ভেজা জঙ্গলের মধ্যে ছুটে আসছে বহু গাড়ি। গাড়িতে থাকা যাত্রীদের মন জয় করেছে বৃষ্টি ভেজা এই জঙ্গল।
advertisement
7/8
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের প্রবেশ পথ নামে পরিচিত কলাবনির জঙ্গলের এই রাস্তাটি। বর্ষার সময় অরণ্য সুন্দরী বেড়াতে আসা পর্যটকদের প্রথমেই মন কেড়ে নেয় কলাবনি জঙ্গলের সবুজ অরণ্য।
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের প্রবেশ পথ নামে পরিচিত কলাবনির জঙ্গলের এই রাস্তাটি। বর্ষার সময় অরণ্য সুন্দরী বেড়াতে আসা পর্যটকদের প্রথমেই মন কেড়ে নেয় কলাবনি জঙ্গলের সবুজ অরণ্য।
advertisement
8/8
অরণ্য সুন্দরী তথা ঝাড়গ্রাম বেড়াতে আসলে এই বৃষ্টির সময় দেখতে একেবারেই ভুলবেন না অরণ্য সুন্দরীর প্রবেশপথ কলাবনির জঙ্গলের এই অপরূপ সৌন্দর্য।।
অরণ্য সুন্দরী তথা ঝাড়গ্রাম বেড়াতে আসলে এই বৃষ্টির সময় দেখতে একেবারেই ভুলবেন না অরণ্য সুন্দরীর প্রবেশপথ কলাবনির জঙ্গলের এই অপরূপ সৌন্দর্য।।
advertisement
advertisement
advertisement