Soft Idli Recipe: চাল ছাড়াই এবার বাড়িতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে ইডলি! মাত্র ১৫ মিনিটেই কেল্লাফতে! কীভাবে বানাবেন জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Soft Idli Recipe: সাধারণ ইডলি বানানো ঝামেলা নয়! মাত্র ১৫–২০ মিনিটে সুজি বা রাভা দিয়ে তৈরি করুন মৃদু, নরম ও স্বাস্থ্যকর ইডলি। চাল বা মুগ ডাল না দিয়েই বানিয়ে ফেলুন পারফেক্ট ব্রেকফাস্ট বা সন্ধ্যার জলখাবার – সহজেই, ঘরেই, কীভাবে বানাবেন জানুন...
ইডলি একটি দক্ষিণ ভারতীয় জনপ্রিয় খাবার। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি হালকা এবং স্বাস্থ্যকর। সাধারণত এটি বানাতে চাল, মুগ ডাল ভিজিয়ে পেষণ করে, ফারমেন্ট করে অনেক সময় ব্যয় করতে হয়। তবে এখন আপনি সহজেই মাত্র ১৫–২০ মিনিটে উপমা রাভা বা সেমোলিনা (সুজি) দিয়ে সুস্বাদু, নরম ইডলি তৈরি করতে পারেন, যেখানে চাল বা ফারমেন্টেশনের ঝামেলা নেই।
advertisement
১ কাপ বম্বে রাভা (সুজি), ১ কাপ টক দই, আধা কাপ জল (প্রয়োজনে একটু বেশি), আধা চা চামচ লবণ, আধা থেকে ১ চা চামচ ইন্নো (ফ্রুট সল্ট), ১-২ টেবিল চামচ তেল বা ঘি। তাড়কা দিতে চাইলে: সরিষা, জিরে, মুগ ডাল, কাঁচা লঙ্কা, আদা, কারিপাতা, কাজু বাদাম। সাজানোর জন্য চাইলে ধনেপাতা ও গ্রেট করা গাজরও ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement